রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হল ও অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে হিজাব পরিধান নির্বিঘ্নে করার দাবিতে মৌনমিছিল করেছেন বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা উপাচার্য বরাবর পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে হিজাব পরে তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ভর্তি পরীক্ষায় কান দেখা না গেলে আবেদন বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং পরীক্ষার হলে নেকাব খুলতে বাধ্য করা যাবে না, হিজাব-নেকাব পরিহিত কোনো শিক্ষার্থীকে প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষায় (ভাইভা) নেকাব খুলতে বাধ্য করা যাবে না, বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করা এবং এ পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত নারী শিক্ষক বা কর্মচারীর মাধ্যমে পর্দাপন্থি ছাত্রীদের পরিচয় শনাক্তের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ভবনে মেয়েদের নামাজের ঘরের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মেয়েদের জন্য আলাদা কর্নারের ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সব বিভাগে হিজাব-নেকাব পরা শিক্ষার্থীদের হেনস্তা বন্ধে নোটিশ দিতে হবে। হিজাব-নেকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিধিতে ধারা যুক্ত করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত ভারসাম্যপূর্ণ। এরপরও বিভিন্ন সময় শ্রেণিকক্ষে, পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় পর্দানশিন শিক্ষার্থীদের নেকাব খুলতে বাধ্য করে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। আসন্ন ভর্তি পরীক্ষায় আবেদন করা শিক্ষার্থীদের কান দৃশ্যমান না হলে আবেদন বাতিল করা হবে বলে শিক্ষার্থীরা জানতে পেরেছে।