প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২১ মে , ২০২৫
অস্ট্রেলিয়ার এক মাথা থেকে আরেক মাথা মাত্র ৩৫ দিনে দৌড়ে অতিক্রম করার দাবি করেছেন যুক্তরাজ্যের দৌড়বিদ উইলিয়াম গুডজ। খবর বিবিসি
১৫ এপ্রিল তিনি পার্থের কোটসলো সৈকত থেকে দৌড় শুরু করেন। গত সোমবার (১৯ মে) বিকেলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঐতিহ্যবাহী বন্ডি সৈকতে পৌঁছে দৌড় শেষ করেন। এই ৩৫ দিনে তিনি ৩ হাজার ৮০০ কিলোমিটার পথ দৌড়েছেন।
উইলিয়ামের দল বলেছে, তিনি প্রতিদিন গড়ে প্রায় ১০০ কিলোমিটার দৌড়াতেন; যা প্রায় দুটি পুরো ম্যারাথন ও একটি হাফ ম্যারাথনের সমান।
৩১ বছর বয়সি উইলিয়াম ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা। ২০১৮ সালে ক্যান্সারে মা আমান্ডার মৃত্যুর পর ম্যারাথন দৌড়ানো শুরু করেন তিনি।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ম্যারাথন দৌড়ে তিনি তহবিল সংগ্রহ করেন। ক্যানসার নিয়ে কাজ করে, এমন দাতব্য প্রতিষ্ঠানে ওই অর্থ দান করেন তিনি।
উইলিয়াম দাবি করেছেন, এবার ৩৫ দিনে আড়াআড়িভাবে অস্ট্রেলিয়ার এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। অবশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনো তার দাবি যাচাই–বাছাই করে তাকে স্বীকৃতি দেয়নি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বর্তমানে এই রেকর্ডের মালিক ক্রিস টার্নবুল। তিনি ২০২৩ সালে ৩৯ দিনের কিছু বেশি সময়ে আড়াআড়িভাবে অস্ট্রেলিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়েছিলেন।