রাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২১ নভেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হল ভূমিকম্পে হেলে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে শিক্ষার্থীরা রুম থেকে বেরিয়ে আসে এবং পরে হলের পশ্চিম দিকের একটি ব্লক কিছুটা হেলে গেছে বলে তারা দেখতে পান। এছাড়া ভবনের বিভিন্ন অংশে নতুন করে ফাটল দেখা দেয়।
ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে উপাচার্যের বাসভবনে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, প্রক্টর, হল প্রভোস্ট এবং রাকসুর এজিএস সালমান সাব্বির হল পরিদর্শনে আসেন। তারা জানান, পরিস্থিতি পর্যালোচনা করে জুমার নামাজের পর জরুরি সভায় সিদ্ধান্ত জানানো হবে।
উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, “হলের অবস্থা খুবই খারাপ। তিনতলা পর্যন্ত ঘুরে অসংখ্য ফাটল পেয়েছি। ভবনকে ঝুঁকিপূর্ণই মনে হচ্ছে।” তিনি জানান, দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হল সংসদের ভিপি মো. রানা হোসাইন বলেন, “হল নিয়ে বহুবার বিভিন্ন টেকনিক্যাল টিম রিপোর্ট দিয়েছে। আজকের ঘটনায় পরিষ্কার হলো—এ হল আর বসবাসের উপযোগী নয়। প্রশাসন দ্রুত সিদ্ধান্ত না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
প্রভোস্ট অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, “ভূমিকম্পের পর নতুন অনেক ফাটল পাওয়া গেছে। শিক্ষার্থীরা নিরাপদ নয়। দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিতে আমরা বৈঠকে বসছি।”
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর হলটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত জানানো হলেও শিক্ষার্থীদের স্থানান্তর পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।