প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
বিচারবহির্ভুত হত্যা, গুম, ক্রসফায়ার রাজপথে নিষ্ঠুরতা, ধরে কাছ থেকে পায়ে গুলির জন্য নিন্দিত পুলিশের নতুন এক একশন সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে।
বাংলাদেশের পুলিশে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে এই ধরনের পদক্ষেপকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল রিয়াদ হোসেন। আন্দোলন দমনের ক্ষেত্রে লাঠিচার্জ না করেও কীভাবে আইনশৃঙ্খলা রক্ষায় অহিংস পন্থায় দায়িত্ব পালন করা যায়, তা দেখালেন এই পুলিশ সদস্য।
জাতীয় পত্রিকা দৈনিক আমারদেশ জানাচ্ছে, রিয়াদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পূর্ব বিভাগের ‘এ’ কোম্পানিতে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ফেইসবুকে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, হাতে লাঠি থাকার পরও কোনোরকম আঘাত কিংবা লাঠিপেটা ছাড়াই সচিবালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কৌশলী ভূমিকা পালন করছেন রিয়াদ।
তিনি একাই অনেক বিক্ষোভকারীকে হটিয়ে দিচ্ছেন। বারবার লাঠি দিয়ে আঘাত করার ভঙ্গি করলেও কিন্তু কাউকেই লাঠিপেটা করছেন না। কৌশল হিসেবে মাঝেমধ্যে পিচঢালা রাস্তায় আঘাত করছেন আর ধাওয়া করছেন বিক্ষোভকারীদের।
একবার দেখা যায়, রাস্তার পাশের ফুটপাতে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করতে।
এ বিষয়ে ডিএমপির পিওএম পূর্ব বিভাগের ডিসি রেজাউল করিম আমার দেশকে জানান, এটি গত ১৩ ফেব্রুয়ারি দুপুরের ঘটনা। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করতে আসেন। সেখান থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তারা কথা শোনেননি। একপর্যায়ে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
“গত ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর পুলিশের জন্য অনেক মোটিভেশনাল কাজ করা হচ্ছে। পুলিশ সংস্কারের অংশ হিসেবে কম বলপ্রয়োগে কীভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করা যায়, তা শেখানো হচ্ছে। এক্ষেত্রে সশরীরে অংশ নিতে হচ্ছে এসপি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত।”
পুলিশ সদস্য রিয়াদের গ্রামের বাড়ি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের বাধিয়াটোলায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রিয়াদ।
আমার দেশের সঙ্গে আলাপকালে জানান, কৃষক বাবা ইসমাইল হোসেন ও গৃহিণী মা রীনা তাকে মানবিক হতে শিখিয়েছেন। একই সঙ্গে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে কম বলপ্রয়োগে আন্দোলন নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে খুব কাজে লাগছে।
এদিকে খুব কাছে পেয়েও কাউকে আঘাত না করেই এভাবে আন্দোলনকারীদের হটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই পুলিশ সদস্য সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন।