প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২০ মে , ২০২৫
চীনে ‘ফু জাই’ নামে করগি জাতের একটি কুকুর পুলিশের দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরটির চার লাখের বেশি ফলোয়ার রয়েছে। খবর : নিউইয়র্ক টাইমস
গত অক্টোবরে চীনের শানডং প্রদেশের ওয়েইফাং শহরের জননিরাপত্তা ব্যুরোতে যুক্ত হয় ‘ফু জাই’। কর্মতৎপর ছোট্ট কুকুরটি ‘স্নিফার ডগ’ হিসেবে কাজ করছে।
প্রখর ঘ্রাণশক্তি ব্যবহার করে যে কোনো ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে ‘ফু জাই’। শুধু দক্ষতাই নয়; বাহ্যিক সৌন্দর্য, ছেলেমানুষি আচরণ আর খাবারের প্রতি অদম্য আসক্তি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে কুকুরটি।
করগি প্রজাতির এই কুকুর এক সময় ঘরোয়া পোষা প্রাণী ছিল। গত বছর এটি পুলিশে যোগ দেয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ প্রশিক্ষক ঝাও ছিংশুয়াই বলেন, ‘ফু জাই’ ছোট আকারের হওয়ার কারণে এমন জায়গায় ঢুকতে পারে, যেখানে বড় কুকুর যেতে পারে না। যেমন গাড়ির নিচে বা বাসের সিটের তলায় অনায়াসেই ঢুকে যেতে পারে ‘ফু জাই’। এই যোগ্যতা তাকে অনন্য ও অপ্রত্যাশিত সম্পদে পরিণত করেছে।
টিকটকের মতো চীনের আরেকটি প্ল্যাটফর্ম দাউইনে ফু জাইয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠেছে। সেখানে ওয়েইফাং পুলিশ নিয়মিত এটির সম্পর্কে হালনাগাদ তথ্য জানায়।
‘ফু জাই ও তার সঙ্গীরা’ শিরোনামের একটি অ্যাকাউন্টে ইতিমধ্যে চার লাখের বেশি অনুসারী যুক্ত হয়েছে। ভক্তরা নিয়মিত তার সানগ্লাস পরা, উৎসবে পাহারা দেওয়া ও প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার ছবি দেখতে অ্যাকাউন্টে ঢুঁ মারেন।