কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ ফেব্রুয়ারি , ২০২৫
বিভিন্ন বিষয়ের ওপর গবেষণায় যুক্ত ১৩ জন শিক্ষককে আর্থিক প্রণোদনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তর।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত সেমিনার প্রণোদনা হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ১লা জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত প্রকাশিত গবেষণার জন্য দেওয়া হয় এসব প্রণোদনা।
পাঁচটি ফ্যাকাল্টির অধীনে ১৩ জন শিক্ষককে প্রণোদনা পেয়েছেন। বিজ্ঞান অনুষদে পাঁচ জন, কলা ও মানবিক অনুষদে এক জন, সামজিক বিজ্ঞান অনুষদে দুই জন, বিজনেস স্টাডিজ অনুষদে তিন জন এবং প্রকৌশল অনুষদের দুই জন শিক্ষককে কিউ ওয়ান এবং কিউ টু জার্নালের উপর ভিত্তি করে তিন জনকে চল্লিশ হাজার, পাঁচজনকে পঁয়তাল্লিশ হাজার এবং পাঁচ জনকে পঞ্চাশ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়।
গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যপক ড.মাসুদা কামাল এবং কোষাধক্ষ্য প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান।