Logo
ঢাকা রবিবার , ১৪ ডিসেম্বর , ২০২৫
Logo

রাখা হত খুপরি ঘরে, ইলেক্ট্রিক চেয়ারে চলত নির্যাতন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
রাখা হত খুপরি ঘরে, ইলেক্ট্রিক চেয়ারে চলত নির্যাতন


অবশেষে ঢাকায় আওয়ামী লীগ প্রশাসনের গড়ে তোলা তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করতে পারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যেখানে সাধারণ নাগরিকদের অপহরণ করে বছরের পর বছর নির্যাতন চালান হতো। 


এতোদিন বিচ্ছিন্নভাবে ভুক্তভোগীরা এনিয়ে অভিযোগ করে আসলেও গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ বিদেশ থেকে সম্মিলিতভাবে এসব মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। 


‘আয়নাঘর’ নামে পরিচিতি পেলেও এগুলো মূলত গুমঘর; সাধারণ মানুষকে এসব কক্ষে গুম করে রাখা হতো।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজ চোখে দেখেছেন, কীভাবে সেখানে মানুষকে বন্দী করে রাখা হতো, করা হতো নির্যাতন। তাঁর সঙ্গে যাওয়া এসব বন্দিশালায় আটক কয়েকজন ভুক্তভোগীর বন্দিজীবনের কষ্টের কথাও শুনেছেন তিনি।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, এসব বন্দিশালায় রয়েছে খুপরি ঘর, যেখানে আলো-বাতাস পৌঁছাতে পারে না বললেই চলে। রয়েছে নির্যাতনের জন্য ব্যবহৃত চেয়ার। বন্দী থাকা মানুষেরা দেয়ালে যা লিখেছিলেন, তা-ও রয়েছে।



পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস গোপন বন্দিশালাকে বীভৎসতা ও নৃশংসতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আইয়ামে জাহেলিয়া বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। এটা (গোপন বন্দিশালা) তার একটি নমুনা।’


ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালায় বিনা বিচারে মানুষকে আটকে রাখা হতো। জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বন্দিশালা থেকে মুক্তি পান। গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গত ২৭ আগস্ট গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। সেই কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে কমিশনে ১ হাজার ৬৭৬টি অভিযোগ জমা পড়ে। তার মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেছে কমিশন। এতে দেখা গেছে, ৭৩ শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছেন। বাকি ২৭ শতাংশ (অন্তত ২০৪ জন ব্যক্তি) নিখোঁজ।


প্রতিবেদনে আরও বলা হয়, আটটির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে কমিশন। তাদের ভাষ্য, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), র‌্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস বুধবার ঢাকার তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এগুলো রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত। এর মধ্যে দুটি বন্দিশালা পরিচালনা করত র‍্যাব, একটি ডিজিএফআই।

সকালে অধ্যাপক ইউনূস আয়নাঘর পরিদর্শনে যান। তখন তাঁর সঙ্গে ছিলেন ছয়জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধানসহ পাঁচজন ও গুমের শিকার আট ব্যক্তি। কয়েকজন সাংবাদিকও সঙ্গে ছিলেন। তবে দেশীয় সংবাদমাধ্যমগুলোকে নিমন্ত্রণ জানানো হয়নি (বিটিভি ছাড়া)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সমালোচনা করেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্দিশালায় কক্ষগুলো ছোট। যাতায়াতের পথ সরু। বেশিসংখ্যক মানুষ নেওয়া কঠিন ছিল। তিনি সব সাংবাদিককে নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।


এর থেকে তো মুরগির খাঁচাও বড়’

বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বীভৎস দৃশ্য। নৃশংস কর্মকাণ্ড হয়েছে এখানে। তিনি বলেন, ‘যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই।’

অধ্যাপক ইউনূস বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে, বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী, জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, ‘এই রকম টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) দেশজুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে। এখন শুনছি বিভিন্ন ভার্সনে (সংস্করণে) দেশজুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি।’

মানুষকে সামান্যতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে।’

সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার ওপর জোর দেন।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ন্যায়বিচার যেন পায়, সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে।’

বন্দিশালায় একসময়ের বন্দীদের কথাও শোনেন অধ্যাপক ইউনূস। প্রেস উইং থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, মাশরুর আনোয়ার চৌধুরী নামের একজন ভুক্তভোগী বলছেন, ২০২০ সালের মার্চে তাঁকে ১০ দিন বন্দী রাখা হয়েছিল। সে সময় তিনি আরও কয়েকজন বন্দীর কথা শুনেছেন।

মাশরুর আনোয়ার চৌধুরী বলছিলেন, ‘আমি শুধু আমার দুই সন্তানের কথা ভাবছিলাম। একটির বয়স ছিল ৭ মাস, আরেকটির দেড় বছর।’ তিনি বলেন, বন্দিশালায় তাঁদের কোনো বালিশ দেওয়া হতো না। মেঝেতে শোয়ার জন্য শুধু একটি কাপড় দেওয়া হয়েছিল।

বন্দিশালা পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি রাতে ফেসবুকে ভিডিও এবং ছবি দিয়ে লিখেছেন, ‘নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘত জায়গায় টয়লেট (শৌচাগার)। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা।’


কক্ষ শনাক্ত করলেন নাহিদ-আসিফ


প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বুধবার ফেসবুকে দেওয়া দুটি পোস্টে জানিয়েছেন, বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গত জুলাই মাসে সাদাপোশাকের লোকজন তুলে নিয়েছিল। তুলে নেওয়ার পর তাঁদের টর্চার সেলে (নির্যাতনকেন্দ্র) রাখা হয়। বুধবার সেই টর্চার সেল পরিদর্শনে গিয়ে কক্ষগুলো শনাক্ত করেন তাঁরা।


সুচিস্মিতা তিথি লিখেছেন, নাহিদ জানিয়েছেন, তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল, তার একপাশে টয়লেট (শৌচাগার) হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

প্রেস উইংয়ে প্রকাশিত একটি ভিডিওতে নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, কক্ষে আনার পর তাঁর চোখ খুলে দেওয়া হতো। জিজ্ঞাসাবাদের জন্য নিলে চোখ বেঁধে ফেলা হতো। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা কেন আন্দোলন করছেন, বিএনপির সঙ্গে যোগাযোগ আছে কি না, এসব জানতে চাওয়া হতো। মাঝে মাঝে মারধর করা হতো। হুমকিও দেওয়া হয়েছে।

সুচিস্মিতা তিথি আরেকটি পোস্টে অপর একটি কক্ষের কয়েকটি ছবি দিয়েছেন। একটি ছবিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন। সুচিস্মিতা লিখেছেন, গত জুলাইয়ে সাদাপোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। বুধবার সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি।


বন্দিশালার সংখ্যা ৭০০-৮০০ হতে পারে


প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে বন্দিশালা পরিদর্শন নিয়ে জানায়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যত আয়নাঘর আছে, প্রতিটি খুঁজে বের করা হবে। গুম কমিশনের তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অনুযায়ী এর সংখ্যা কয়েক শ; ৭০০ থেকে ৮০০-এর মতো হতে পারে। বোঝা যাচ্ছে, এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না। প্রত্যন্ত অঞ্চলেও এ রকম আয়নাঘর ছিল।

গোপন বন্দিশালা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • হলুদ খেলে কি সৌন্দর্য বাড়ে
    হলুদ খেলে কি সৌন্দর্য বাড়ে
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • মাউশির বাকস্বাধীনতা বিরোধী আদেশটি প্রত্যাহার
    মাউশির বাকস্বাধীনতা বিরোধী আদেশটি প্রত্যাহার
  • কাকে বিয়ে করবো, কখন করবো
    কাকে বিয়ে করবো, কখন করবো
  • বাকৃবি গবেষকদলের সফলতা : চরাঞ্চলের জমিতে হবে ৩ ফসল
    বাকৃবি গবেষকদলের সফলতা : চরাঞ্চলের জমিতে হবে ৩ ফসল
  • উদ্যোক্তা ভাব, পুঁজির অভাব
    উদ্যোক্তা ভাব, পুঁজির অভাব
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • প্রেস সচিবকে নিয়ে শাওনের কটাক্ষ
    প্রেস সচিবকে নিয়ে শাওনের কটাক্ষ
  • নির্বিঘ্নে হিজাব-নেকাব পরিধানের অধিকার চায় রাবির একদল ছাত্রী
    নির্বিঘ্নে হিজাব-নেকাব পরিধানের অধিকার চায় রাবির একদল ছাত্রী
  • ব্র্যাক ইউনিভার্সিটিতে সিরিজ আলোচনা 'দ্য নাও টক' এর যাত্রা
    ব্র্যাক ইউনিভার্সিটিতে সিরিজ আলোচনা 'দ্য নাও টক' এর যাত্রা
  • দেশে প্রতিভার মূল্যায়ন হয়‌ না: বিজ্ঞানী আবেদ চৌধুরী
    দেশে প্রতিভার মূল্যায়ন হয়‌ না: বিজ্ঞানী আবেদ চৌধুরী
  • পিজি হাসপাতালের সাইনবোর্ড থেকে মুজিবের নাম বাদ গেল
    পিজি হাসপাতালের সাইনবোর্ড থেকে মুজিবের নাম বাদ গেল
  • ঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার
    ঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার
  • হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
    হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
  • কুবিতে গবেষণা প্রণোদনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    কুবিতে গবেষণা প্রণোদনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • অভ্রর মেহদীর সাথে যেভাবে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জব্বার
    অভ্রর মেহদীর সাথে যেভাবে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জব্বার
  • শেখ হাসিনার ন্যূনতম অপরাধ বোধ নেই: আসিফ নজরুল
    শেখ হাসিনার ন্যূনতম অপরাধ বোধ নেই: আসিফ নজরুল
  • চবিতে শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্রী
    চবিতে শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্রী
  • তাক লাগানো চোল আখ্যান
    তাক লাগানো চোল আখ্যান
  • প্রতিবাদের মুখে বন্ধ হল ছাত্রফ্রন্টের সমাবেশের ২৬টি মাইক
    প্রতিবাদের মুখে বন্ধ হল ছাত্রফ্রন্টের সমাবেশের ২৬টি মাইক
  • বিশিষ্ট আওয়ামী নাগরিকদের খোঁজ নিলেন ছাত্রনেতা আখতার
    বিশিষ্ট আওয়ামী নাগরিকদের খোঁজ নিলেন ছাত্রনেতা আখতার
  • বসন্ত ভালোবাসায় ডাক পড়েছে বাহারি রঙিন ফুলের
    বসন্ত ভালোবাসায় ডাক পড়েছে বাহারি রঙিন ফুলের
  • ভ্যালেন্টাইনস ডে উদযাপন কীভাবে শুরু হয়েছিল
    ভ্যালেন্টাইনস ডে উদযাপন কীভাবে শুরু হয়েছিল
  • ‘কড়া একশনে’ গিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ
    ‘কড়া একশনে’ গিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ
  • জাবিতে সুযোগ পেলেন টাঙ্গাইলের জমজ দুই বোন
    জাবিতে সুযোগ পেলেন টাঙ্গাইলের জমজ দুই বোন
  • ন্যাপকিনকাণ্ডে বইমেলায় হুলুস্থুল
    ন্যাপকিনকাণ্ডে বইমেলায় হুলুস্থুল
  • শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
    শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
  • হামলায় পণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট
    হামলায় পণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট
  • জলবায়ু উদ্বাস্তুদের শেষ পরিণতি হচ্ছে আধুনিক দাসত্ব
    জলবায়ু উদ্বাস্তুদের শেষ পরিণতি হচ্ছে আধুনিক দাসত্ব
  • গাছের সামাজিক পদমর্যাদা ঠিক করছে সরকার, চাওয়া হচ্ছে আবেদন
    গাছের সামাজিক পদমর্যাদা ঠিক করছে সরকার, চাওয়া হচ্ছে আবেদন
  • নাচের পুতুল ইউএনও
    নাচের পুতুল ইউএনও
  • দ্রুত গতিতে গলছে হিমবাহ
    দ্রুত গতিতে গলছে হিমবাহ
  • কচ্ছপের নাচে দিকনির্ণয়ের রহস্য
    কচ্ছপের নাচে দিকনির্ণয়ের রহস্য
  • বাংলাদেশে অনুদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ট্রাম্প
    বাংলাদেশে অনুদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ট্রাম্প
  • উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছে
    উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছে
  • ইবিতে পিআরএম মেথড নিয়ে পর্যালোচনা সভা
    ইবিতে পিআরএম মেথড নিয়ে পর্যালোচনা সভা
  • বিয়ে না করলে চাকরি থেকে ছাঁটাই
    বিয়ে না করলে চাকরি থেকে ছাঁটাই
  • এক সারিতে সৌরজগতের ৭ গ্রহ
    এক সারিতে সৌরজগতের ৭ গ্রহ
  • উপদেষ্টা থাকাকালে কতটাকা কামালেন নাহিদ
    উপদেষ্টা থাকাকালে কতটাকা কামালেন নাহিদ
  • ভালো খাবার শেষে গান গায় তিমি
    ভালো খাবার শেষে গান গায় তিমি
  • স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ
    স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ
  • নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট
    নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট
  • যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ প্রজাপতি বিলুপ্ত
    যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ প্রজাপতি বিলুপ্ত
  • প্রাক্তন কেন বারবার স্বপ্নে আসে, কীসের ইঙ্গিত
    প্রাক্তন কেন বারবার স্বপ্নে আসে, কীসের ইঙ্গিত
  • চলেই গেলেন মাগুরার শিশুটি
    চলেই গেলেন মাগুরার শিশুটি
  • নরসিংদীতে ঘুসের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা লিছা
    নরসিংদীতে ঘুসের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা লিছা
  • রাতের আকাশে রক্তিম চাঁদের শোভা
    রাতের আকাশে রক্তিম চাঁদের শোভা
  • দাঁত দিয়ে টেনে নিলেন ট্রেন
    দাঁত দিয়ে টেনে নিলেন ট্রেন
  • ইউনূস সরকারের ‘অন্যতম বেস্ট চয়েস’ শেখ বশির: হাসনাত আব্দুল্লাহ
    ইউনূস সরকারের ‘অন্যতম বেস্ট চয়েস’ শেখ বশির: হাসনাত আব্দুল্লাহ
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
    টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
  • কুবি শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ নোবিপ্রবি শিক্ষার্থীর
    কুবি শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ নোবিপ্রবি শিক্ষার্থীর
  • ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
    ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
    সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
  • ‘ভক্তদের’ তোপের মুখে নাহিদ, মারামারি-হট্টগোল
    ‘ভক্তদের’ তোপের মুখে নাহিদ, মারামারি-হট্টগোল
  • হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
    হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
  • কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আভাস
    কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আভাস
  • এআই দিয়ে পত্রিকা বের করল ইতালিয় দৈনিক
    এআই দিয়ে পত্রিকা বের করল ইতালিয় দৈনিক
  • ২০২৪ সাল : সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড
    ২০২৪ সাল : সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড
  • যথেষ্ট হয়েছে, এবার থামেন: ইশরাক হোসেন
    যথেষ্ট হয়েছে, এবার থামেন: ইশরাক হোসেন
  • ঢাবিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন যেভাবে
    ঢাবিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন যেভাবে
  • গ্রন্থাগারে ৯৮ বছর পর বই ফেরত
    গ্রন্থাগারে ৯৮ বছর পর বই ফেরত
  • অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি
    অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি
  • বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম বদলে হল শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
    বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম বদলে হল শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
  • এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
    এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
  • পুলিশের সামনেই কাবাডি খেলোয়াড় স্বামীকে ঘুষি বক্সার স্ত্রীর
    পুলিশের সামনেই কাবাডি খেলোয়াড় স্বামীকে ঘুষি বক্সার স্ত্রীর
  • ‘হাফ-বয়েলড এগ’, ‘জোল’: আরও যেসব নতুন শব্দ পেল অক্সফোর্ড ডিকশনারি
    ‘হাফ-বয়েলড এগ’, ‘জোল’: আরও যেসব নতুন শব্দ পেল অক্সফোর্ড ডিকশনারি
  • ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে শোভাযাত্রা
    ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে শোভাযাত্রা
  • মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
    মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
  • পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস
    পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস
  • জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী সাহসিকা অ্যাওয়ার্ড
    জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী সাহসিকা অ্যাওয়ার্ড
  • রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
    রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • খরচ বাঁচাতে অফিসের শৌচাগারে বসবাস
    খরচ বাঁচাতে অফিসের শৌচাগারে বসবাস
  • পেঙ্গুইনদের উপরও ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিলেন ট্রাম্প
    পেঙ্গুইনদের উপরও ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিলেন ট্রাম্প
  • বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী চ্যানেল ট্যাপার
    বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী চ্যানেল ট্যাপার
  • বাইকে ৬৪ জেলা ভ্রমণে নেমেছেন কুবির রাফি
    বাইকে ৬৪ জেলা ভ্রমণে নেমেছেন কুবির রাফি
  • মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর
    মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর
  • প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম
    প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম
  • ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা বসিয়ে মনিটর করতেন শিক্ষক
    ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা বসিয়ে মনিটর করতেন শিক্ষক
  • ‘হা’ করে বিশ্ব রেকর্ড
    ‘হা’ করে বিশ্ব রেকর্ড
  • ‌'ফ্লিপ বুক' এঁকে কিশোরের বিশ্ব রেকর্ড
    ‌'ফ্লিপ বুক' এঁকে কিশোরের বিশ্ব রেকর্ড
  • বাবা-মা হলেন শতবর্ষী কাছিম যুগল
    বাবা-মা হলেন শতবর্ষী কাছিম যুগল
  • কারাবন্দিদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু
    কারাবন্দিদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি কেড়ে নিতে যাচ্ছে অস্ট্রেলীয় ভার্সিটি
    শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি কেড়ে নিতে যাচ্ছে অস্ট্রেলীয় ভার্সিটি
  • সমালোচনার মুখে ঠিকাদারি লাইসেন্স ছাড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা
    সমালোচনার মুখে ঠিকাদারি লাইসেন্স ছাড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা
  • রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট
    রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট
  • হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন ড. ক্লাউস পুশেল
    হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন ড. ক্লাউস পুশেল
  • ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
    ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
  • উড়ন্ত আইসিইউ: কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আছে যত সুবিধা
    উড়ন্ত আইসিইউ: কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আছে যত সুবিধা
  • ২৭ সেকেন্ডে বার্গার বানাচ্ছে রোবট
    ২৭ সেকেন্ডে বার্গার বানাচ্ছে রোবট
  • লাফ দিয়ে অস্কারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
    লাফ দিয়ে অস্কারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
  • আগ্রাসী ইউক্যালিপটাস, আকাশমনি নিষিদ্ধ
    আগ্রাসী ইউক্যালিপটাস, আকাশমনি নিষিদ্ধ
  • চুলে ঝুলে বিশ্ব রেকর্ড
    চুলে ঝুলে বিশ্ব রেকর্ড
  • ‘ফু জাই’ নামে কুকুরের চার লাখ অনুসারী
    ‘ফু জাই’ নামে কুকুরের চার লাখ অনুসারী
  • ৩৫ দিন দৌড়ে অস্ট্রেলিয়া পাড়ি
    ৩৫ দিন দৌড়ে অস্ট্রেলিয়া পাড়ি
  • ১০ হাজার ৫শ বছর আগের নারী
    ১০ হাজার ৫শ বছর আগের নারী
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
    ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
  • নতুন বাংলাদেশে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
    নতুন বাংলাদেশে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • যুক্তরাষ্ট্রের জাহাজে পাওয়া গেল রহস্যময় জীবন্ত কালো বস্তু
    যুক্তরাষ্ট্রের জাহাজে পাওয়া গেল রহস্যময় জীবন্ত কালো বস্তু
  • ৯৮৫ ফুট নিচে লুকানো এক প্রাচীন জগতের উন্মোচন
    ৯৮৫ ফুট নিচে লুকানো এক প্রাচীন জগতের উন্মোচন
  • গসিপ : ‘পাপ’ না প্রয়োজন
    গসিপ : ‘পাপ’ না প্রয়োজন
  • কুকুরের বিশ্বরেকর্ড! এক মিনিটে ১১টি বোতলের ঢাকনা খুলে তাক লাগাল ‘জেরি’
    কুকুরের বিশ্বরেকর্ড! এক মিনিটে ১১টি বোতলের ঢাকনা খুলে তাক লাগাল ‘জেরি’
  • কে এই তরুণ ডিপ্লোম্যাট ড. নাজমুল
    কে এই তরুণ ডিপ্লোম্যাট ড. নাজমুল
  • নীল তিমির নীরবতা : সমুদ্রজীবনের পরিবর্তনের সতর্ক সংকেত
    নীল তিমির নীরবতা : সমুদ্রজীবনের পরিবর্তনের সতর্ক সংকেত
  • প্রেম : প্রেরণার উৎস, আবার হতাশার কারণ
    প্রেম : প্রেরণার উৎস, আবার হতাশার কারণ
  • সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
    সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
  • সচল হল ইডেন ভবন
    সচল হল ইডেন ভবন
  • সবার সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব
    সবার সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব
  • চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
    চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
  • দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
    দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
  • হাসিনা কথাও বলতে দেয়নি: ফেলানীর বাবা
    হাসিনা কথাও বলতে দেয়নি: ফেলানীর বাবা
  • বাসা ভাড়া বাকি, বাড়ি ছাড়ার নোটিশ পেলেন শহিদ মনিরুলের স্ত্রী ও সন্তান
    বাসা ভাড়া বাকি, বাড়ি ছাড়ার নোটিশ পেলেন শহিদ মনিরুলের স্ত্রী ও সন্তান
  • বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
    বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
  • টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
    টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
  • আরও দুই মাস মাঠে থাকবে সেনাবাহিনী
    আরও দুই মাস মাঠে থাকবে সেনাবাহিনী
  • ঢাকার পাল্টায় দিল্লিতেও বাংলাদেশের দূতকে তলব
    ঢাকার পাল্টায় দিল্লিতেও বাংলাদেশের দূতকে তলব
  • পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
    পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ খতিয়ে দেখছে দুদক
    বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ খতিয়ে দেখছে দুদক
  • ‘জুলাই প্রক্লেমেশন’ ঘোষণায় বিলম্বের নিন্দায় ছাত্রনেতারা
    ‘জুলাই প্রক্লেমেশন’ ঘোষণায় বিলম্বের নিন্দায় ছাত্রনেতারা
  • মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রথম গেজেট প্রকাশ
    মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রথম গেজেট প্রকাশ
  • জুলাই অভ্যুত্থানের একদিনেই মৃত্যু হয় দেড়শ মানুষের: প্রতিবেদন
    জুলাই অভ্যুত্থানের একদিনেই মৃত্যু হয় দেড়শ মানুষের: প্রতিবেদন
  • জুলাই ঘোষণাপত্রে কী আছে
    জুলাই ঘোষণাপত্রে কী আছে
  • সিলেট আইনজীবী সমিতির নেতৃত্বে আওয়ামী লীগপন্থিরা
    সিলেট আইনজীবী সমিতির নেতৃত্বে আওয়ামী লীগপন্থিরা
  • ‘পদোন্নতিতে কোটা থাকায় অদক্ষরা মন্ত্রণালয়ের নেতৃত্বে চলে আসছে’
    ‘পদোন্নতিতে কোটা থাকায় অদক্ষরা মন্ত্রণালয়ের নেতৃত্বে চলে আসছে’
  • মহার্ঘ ভাতা ‘নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে: ফখরুল
    মহার্ঘ ভাতা ‘নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে: ফখরুল
  • অন্তর্বর্তী সময়ে ৪০ মাজারে হামলা, গ্রেপ্তার ২৩: প্রেস উইং
    অন্তর্বর্তী সময়ে ৪০ মাজারে হামলা, গ্রেপ্তার ২৩: প্রেস উইং
  • টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে: ফাহমিদা খাতুন
    টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে: ফাহমিদা খাতুন
  • পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি দেবে দুদক
    পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি দেবে দুদক
  • আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
    আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
  • পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা
    পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা
  • পর্নোগ্রাফি মামলায় স্কুলছাত্রী গ্রেপ্তার
    পর্নোগ্রাফি মামলায় স্কুলছাত্রী গ্রেপ্তার
  • দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রিত মুহাম্মদ ইউনূস
    দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রিত মুহাম্মদ ইউনূস
  • ফখরুল কি ওয়ান ইলেভেনের মতো সরকার চান, প্রশ্ন নাহিদের
    ফখরুল কি ওয়ান ইলেভেনের মতো সরকার চান, প্রশ্ন নাহিদের
  • জুলাই আন্দোলনে আহত ৭ জন গেলেন সিঙ্গাপুর
    জুলাই আন্দোলনে আহত ৭ জন গেলেন সিঙ্গাপুর
  • ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি
    ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • সেনাসদরে কেএম সফিউল্লাহকে শেষ বিদায়
    সেনাসদরে কেএম সফিউল্লাহকে শেষ বিদায়
  • রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রধান উপদেষ্টার দপ্তর
    রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রধান উপদেষ্টার দপ্তর
  • এবার সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেপ্তার
    এবার সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেপ্তার
  • ফেব্রুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় মিলবে সুলভ মূল্যের চাল
    ফেব্রুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় মিলবে সুলভ মূল্যের চাল
  • কর্মবিরতিতে অচল রেল যোগাযোগ
    কর্মবিরতিতে অচল রেল যোগাযোগ
  • ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে
    ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে
  • কর্মবিরতি প্রত্যাহার : ৩০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
    কর্মবিরতি প্রত্যাহার : ৩০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
  • এইচআরডব্লিউর প্রতিবেদনে হাসিনা গুম-খুনের সরাসরি নির্দেশদাতা
    এইচআরডব্লিউর প্রতিবেদনে হাসিনা গুম-খুনের সরাসরি নির্দেশদাতা
  • শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
    শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
  • জুলাইয়ের চেতনায় শুরু একুশে বইমেলা
    জুলাইয়ের চেতনায় শুরু একুশে বইমেলা
  • বইমেলা উপলক্ষ্যে ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ শিথিল
    বইমেলা উপলক্ষ্যে ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ শিথিল
  • মাসব্যাপী বইমেলার দুয়ার খুলল
    মাসব্যাপী বইমেলার দুয়ার খুলল
  • ইজতেমার আখেরি মোনাজাতে মুসুল্লিদের ঢল
    ইজতেমার আখেরি মোনাজাতে মুসুল্লিদের ঢল
  • পঙ্গু হাসপাতালের সামনে জুলাই বিপ্লবে আহতদের সড়ক অবরোধ
    পঙ্গু হাসপাতালের সামনে জুলাই বিপ্লবে আহতদের সড়ক অবরোধ
  • বিভিন্ন দাবি নিয়ে জুলাই অভ্যুত্থানের আহতরা যমুনার সামনে
    বিভিন্ন দাবি নিয়ে জুলাই অভ্যুত্থানের আহতরা যমুনার সামনে
  • সরস্বতী পূজায় বসন্তের আগমনী বার্তা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
    সরস্বতী পূজায় বসন্তের আগমনী বার্তা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • প্রাদেশিক সরকার ও মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশ প্রশাসন সংস্কার কমিশনের
    প্রাদেশিক সরকার ও মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশ প্রশাসন সংস্কার কমিশনের
  • প্রশাসন ও বিচারবিভাগ সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে: প্রধান উপদেষ্টা
    প্রশাসন ও বিচারবিভাগ সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে: প্রধান উপদেষ্টা
  • গুঁড়িয়ে দেওয়া হল ধানমন্ডি-৩২
    গুঁড়িয়ে দেওয়া হল ধানমন্ডি-৩২
  • ঢাবি ক্যাম্পাসে দুর্ঘটনায় আহত সারজিস আলম
    ঢাবি ক্যাম্পাসে দুর্ঘটনায় আহত সারজিস আলম
  • পল্লী উন্নয়ন একাডেমি থেকে মুজিব পরিবারের নাম বাতিল
    পল্লী উন্নয়ন একাডেমি থেকে মুজিব পরিবারের নাম বাতিল
  • গুমঘরগুলো পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
    গুমঘরগুলো পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
  • ভিন্নরূপে নতুন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দেয়: ফরহাদ মজহার
    ভিন্নরূপে নতুন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দেয়: ফরহাদ মজহার
  • গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
    গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
  • ইবি থানা ইবিতেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
    ইবি থানা ইবিতেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
  • চাকরি ফিরে পাচ্ছেন ১৫২২ পুলিশ সদস্য
    চাকরি ফিরে পাচ্ছেন ১৫২২ পুলিশ সদস্য
  • ‘ডেভিল হান্টের’ মধ্যে ধরা ১৩০৮ জন
    ‘ডেভিল হান্টের’ মধ্যে ধরা ১৩০৮ জন
  • ঐকমত্য কমিশনের বৈঠক শুরু ১৫ ফেব্রুয়ারি
    ঐকমত্য কমিশনের বৈঠক শুরু ১৫ ফেব্রুয়ারি
  • বইমেলায় বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
    বইমেলায় বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • চাকরিচ্যুত বিডিআরদের শহীদ মিনারে অবস্থান
    চাকরিচ্যুত বিডিআরদের শহীদ মিনারে অবস্থান
  • অক্টোবরেই আওয়ামী লীগের মানবতাবিরোধী ৪টি মামলার রায়
    অক্টোবরেই আওয়ামী লীগের মানবতাবিরোধী ৪টি মামলার রায়
  • পালানোর সময় শেখ হেলালের পিএস গ্রেপ্তার
    পালানোর সময় শেখ হেলালের পিএস গ্রেপ্তার
  • কড়া প্রতিবাদের মুখে সীমান্তের সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ
    কড়া প্রতিবাদের মুখে সীমান্তের সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ
  • আন্দোলন দমাতে অভিযান শেখ হাসিনার নির্দেশে : জাতিসংঘ
    আন্দোলন দমাতে অভিযান শেখ হাসিনার নির্দেশে : জাতিসংঘ
  • গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু
    গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু
  • ডিসি সম্মেলন রোববার : কার্যপত্রে রাখা হয়নি ৮৯২ প্রস্তাব
    ডিসি সম্মেলন রোববার : কার্যপত্রে রাখা হয়নি ৮৯২ প্রস্তাব
  • জাতীয় ঐক্যের দরবার বসছে শনিবার বিকালে
    জাতীয় ঐক্যের দরবার বসছে শনিবার বিকালে
  • নতুন সংবিধানের জন্য রাজপথের লড়াইয়ে নামবো: নাসির উদ্দিন পাটোয়ারী
    নতুন সংবিধানের জন্য রাজপথের লড়াইয়ে নামবো: নাসির উদ্দিন পাটোয়ারী
  • রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
    রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
  • ঐকমত্য প্রচেষ্টায় দ্বিধার সুযোগ নাই: আলী রীয়াজ
    ঐকমত্য প্রচেষ্টায় দ্বিধার সুযোগ নাই: আলী রীয়াজ
  • অটোরিকশাচালকের জরিমানার নির্দেশনা বাতিল
    অটোরিকশাচালকের জরিমানার নির্দেশনা বাতিল
  • মাতৃভাষা পদক-২০২৫ পাচ্ছেন দুই ব্যক্তি, এক প্রতিষ্ঠান
    মাতৃভাষা পদক-২০২৫ পাচ্ছেন দুই ব্যক্তি, এক প্রতিষ্ঠান
  • কাঠগড়ায় দাঁড়াবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
    কাঠগড়ায় দাঁড়াবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
  • পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না
    পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না
  • ৩৭ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া
    ৩৭ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  • ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব  পালন করা ৩৩ ডিসি ওএসডি
    ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসি ওএসডি
  • মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ সন্ত্রাসী নিহত
    মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ সন্ত্রাসী নিহত
  • ২৭তম বিসিএসের বঞ্চিত ১১৩৭ জন চাকরি বুঝে পাচ্ছেন
    ২৭তম বিসিএসের বঞ্চিত ১১৩৭ জন চাকরি বুঝে পাচ্ছেন
  • ২১শে ফেব্রুয়ারিতে যেসব রাস্তা বন্ধ থাকবে
    ২১শে ফেব্রুয়ারিতে যেসব রাস্তা বন্ধ থাকবে
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল
    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল
  • আরও ২২ আমলা বাধ্যতামূলক অবসরে
    আরও ২২ আমলা বাধ্যতামূলক অবসরে
  • গুলিবিদ্ধ খোকনের মুখ পুনর্গঠনের সার্জারি হবে রাশিয়ায়
    গুলিবিদ্ধ খোকনের মুখ পুনর্গঠনের সার্জারি হবে রাশিয়ায়
  • পাতাল মেট্রোরেল : ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর
    পাতাল মেট্রোরেল : ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর
  • ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ইউআইটিএস
    ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ইউআইটিএস
  • জুলাই আন্দোলন উস্কে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়িতে: জাতিসংঘ
    জুলাই আন্দোলন উস্কে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়িতে: জাতিসংঘ
  • ভাষা শহিদদের প্রতি   ইউজিসির শ্রদ্ধা নিবেদন
    ভাষা শহিদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা নিবেদন
  • শৈলকূপায় ৩ জনকে হত্যা : চরমপন্থি সংগঠনের দায় স্বীকার
    শৈলকূপায় ৩ জনকে হত্যা : চরমপন্থি সংগঠনের দায় স্বীকার
  • জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি মঙ্গলবার
    জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি মঙ্গলবার
  • কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
    কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
  • রোজায় সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
    রোজায় সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শুক্রবার
    ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শুক্রবার
  • কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা: ঘটনার যে বর্ণনা দিল আইএসপিআর
    কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা: ঘটনার যে বর্ণনা দিল আইএসপিআর
  • বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই
    বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই
  • ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
    ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
  • দল গড়তে সরকার ছাড়লেন নাহিদ
    দল গড়তে সরকার ছাড়লেন নাহিদ
  • সরকারের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারব: নাহিদ
    সরকারের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারব: নাহিদ
  • সুপারশপে আর বাড়তি ভ্যাট নয়
    সুপারশপে আর বাড়তি ভ্যাট নয়
  • জাতিসংঘের মহাসচিব ১৩ মার্চ ঢাকায় আসছেন
    জাতিসংঘের মহাসচিব ১৩ মার্চ ঢাকায় আসছেন
  • চার পদ ঠিক রেখে নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত
    চার পদ ঠিক রেখে নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত
  • সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
    সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
  • চাকসু নির্বাচন : ছাত্রদল-শিবিরের ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুরি
    চাকসু নির্বাচন : ছাত্রদল-শিবিরের ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুরি
  • ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প
    ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প
  • এনসিপি নেতৃত্ব: ‘শিষ্য’ নাহিদের সঙ্গী ‘গুরু’ আখতার
    এনসিপি নেতৃত্ব: ‘শিষ্য’ নাহিদের সঙ্গী ‘গুরু’ আখতার
  • কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
    কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নতুন রাষ্ট্রকাঠামো বিনির্মাণের প্রত্যাশায় এনসিপির যাত্রা শুরু
    নতুন রাষ্ট্রকাঠামো বিনির্মাণের প্রত্যাশায় এনসিপির যাত্রা শুরু
  • চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা
    চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা
  • দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি
    দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ পদক্ষেপ
    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ পদক্ষেপ
  • দলীয় অনুষ্ঠানে পরিবহণ অধিযাচন  রাজনৈতিক বন্দোবস্তর চেতনার পরিপন্থি- টিআইবি
    দলীয় অনুষ্ঠানে পরিবহণ অধিযাচন রাজনৈতিক বন্দোবস্তর চেতনার পরিপন্থি- টিআইবি
  • স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন
    স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন
  • শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার
    শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার
  • পিএসসির মাধ্যমে আরও ৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
    পিএসসির মাধ্যমে আরও ৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
  • পিলখানায় নিহত সেনা সদস্যরা পাচ্ছেন শহীদের মর্যাদা
    পিলখানায় নিহত সেনা সদস্যরা পাচ্ছেন শহীদের মর্যাদা
  • এমপিওভুক্ত শিক্ষকদের দিনে-রাতে অবস্থান কর্মসূচির ঘোষণা
    এমপিওভুক্ত শিক্ষকদের দিনে-রাতে অবস্থান কর্মসূচির ঘোষণা
  • সিআইডি প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তার রদবদল
    সিআইডি প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তার রদবদল
  • জার্নিটা ইজি হবে না: বললেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
    জার্নিটা ইজি হবে না: বললেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
  • উপদেষ্টার শপথ নিলেন সি আর আবরার, নিলেন শিক্ষার দায়িত্ব
    উপদেষ্টার শপথ নিলেন সি আর আবরার, নিলেন শিক্ষার দায়িত্ব
  • বসুন্ধরার ঘটনা নিয়ে সারজিসের স্ট্যাটাস
    বসুন্ধরার ঘটনা নিয়ে সারজিসের স্ট্যাটাস
  • অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক ও মামুন
    অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক ও মামুন
  • আবরার, ওসমানীসহ ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
    আবরার, ওসমানীসহ ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
  • সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ
    সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ
  • মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ
    মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ
  • তারেক রহমানের জীবনে গুরুত্বপূর্ণ যে তিন নারী
    তারেক রহমানের জীবনে গুরুত্বপূর্ণ যে তিন নারী
  • বিসিএস চিকিৎসকদের কলম বিরতি
    বিসিএস চিকিৎসকদের কলম বিরতি
  • নারী শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা
    নারী শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা
  • মাগুরায় শিশু ধর্ষণের বিচার এক মাসে শেষ করার দাবি
    মাগুরায় শিশু ধর্ষণের বিচার এক মাসে শেষ করার দাবি
  • ঈদে ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে, বাইকে থাকছে না কড়াকড়ি
    ঈদে ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে, বাইকে থাকছে না কড়াকড়ি
  • সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনা থেকে বাদ শেখ পরিবারের নাম
    সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনা থেকে বাদ শেখ পরিবারের নাম
  • হাসিনা পরিবারের ৬৩৫ কোটি টাকা ফ্রিজ
    হাসিনা পরিবারের ৬৩৫ কোটি টাকা ফ্রিজ
  • টাকায় মুজিব প্রতিকৃতি বাদ, যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
    টাকায় মুজিব প্রতিকৃতি বাদ, যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
  • শেখ পরিবারের নাম থেকে মুক্ত হল সেনাবাহিনীর ১৬ স্থাপনা-প্রতিষ্ঠান
    শেখ পরিবারের নাম থেকে মুক্ত হল সেনাবাহিনীর ১৬ স্থাপনা-প্রতিষ্ঠান
  • ‘জীবন সংকটাপন্ন’: সিএমএইচে কেমন আছে মাগুরায় সেই শিশুটি
    ‘জীবন সংকটাপন্ন’: সিএমএইচে কেমন আছে মাগুরায় সেই শিশুটি
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বাঁচলো না
    মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বাঁচলো না
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
  • ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই
    ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই
  • ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা খোকন গ্রেপ্তার
    ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা খোকন গ্রেপ্তার
  • লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
    লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
  • ট্রেনে ঈদযাত্রা : ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে আজ
    ট্রেনে ঈদযাত্রা : ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে আজ
  • আবরার হত্যামামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল
    আবরার হত্যামামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল
  • জুলাই শহীদদের নামে সড়ক-স্থাপনার নামকরণে আবেদন আহ্বান
    জুলাই শহীদদের নামে সড়ক-স্থাপনার নামকরণে আবেদন আহ্বান
  • ১০ এপ্রিল থেকে বন্ধ সব কোচিং সেন্টার
    ১০ এপ্রিল থেকে বন্ধ সব কোচিং সেন্টার
  • ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব প্রত্যাখ্যান ‘তিতুমীর ঐক্যে’র
    ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব প্রত্যাখ্যান ‘তিতুমীর ঐক্যে’র
  • বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ
    বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ
  • দেড় ঘণ্টার কর্মবিরতি : বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ
    দেড় ঘণ্টার কর্মবিরতি : বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ
  • উদ্বোধন হল যমুনা রেলসেতু
    উদ্বোধন হল যমুনা রেলসেতু
  • ৭ ঘণ্টার মধ্যে প্রাইভেটকার উদ্ধার করল পুলিশ
    ৭ ঘণ্টার মধ্যে প্রাইভেটকার উদ্ধার করল পুলিশ
  • তুলসীর ‘বিভ্রান্তিকর’ বক্তব্যের নিন্দায় বাংলাদেশ সরকার
    তুলসীর ‘বিভ্রান্তিকর’ বক্তব্যের নিন্দায় বাংলাদেশ সরকার
  • সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
    সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
  • সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করল এনসিপি
    সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করল এনসিপি
  • পটুয়াখালীতে আক্রান্ত ছাত্রীটির পরিবারকে দেখতে যাচ্ছেন নাহিদ ইসলাম
    পটুয়াখালীতে আক্রান্ত ছাত্রীটির পরিবারকে দেখতে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • অ্যাবকার উদ্যোগে ইফতার মাহফিল
    অ্যাবকার উদ্যোগে ইফতার মাহফিল
  • বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নেন সেনাপ্রধান: আসিফ মাহমুদ
    বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নেন সেনাপ্রধান: আসিফ মাহমুদ
  • ভোটারের বয়স ১৬, প্রার্থীতে বয়স ২৩ বছর চায় এনসিপি
    ভোটারের বয়স ১৬, প্রার্থীতে বয়স ২৩ বছর চায় এনসিপি
  • ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের ‘তথ্য ভিত্তিহীন’
    ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের ‘তথ্য ভিত্তিহীন’
  • আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনায় ‘সেনাবাহিনী-ভারত’: হাসনাত
    আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনায় ‘সেনাবাহিনী-ভারত’: হাসনাত
  • হাসনাতের বৈঠক জেনারেল ওয়াকারের সঙ্গে, অভিযোগ ‘হাস্যকর’: সেনা সদর
    হাসনাতের বৈঠক জেনারেল ওয়াকারের সঙ্গে, অভিযোগ ‘হাস্যকর’: সেনা সদর
  • গণইফতারের আয়োজন করল দলিত হরিজন সম্প্রদায়
    গণইফতারের আয়োজন করল দলিত হরিজন সম্প্রদায়
  • তারা হাসিনার আদেশ মানেনি, আ. লীগ পুনর্বাসনেও আপোষ করবে না: হাসনাত
    তারা হাসিনার আদেশ মানেনি, আ. লীগ পুনর্বাসনেও আপোষ করবে না: হাসনাত
  • সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: জেনারেল ওয়াকার
    সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: জেনারেল ওয়াকার
  • ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
    ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
  • শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান
    শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান
  • হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ
    হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ
  • নুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
    নুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আপিল বিভাগে শপথ নিলেন নতুন দুই বিচারক
    আপিল বিভাগে শপথ নিলেন নতুন দুই বিচারক
  • হান্নান মাসউদের পথসভায় ‘বিএনপি নামধারীদের’ হামলা
    হান্নান মাসউদের পথসভায় ‘বিএনপি নামধারীদের’ হামলা
  • সংস্কার ও বিচারবিহীন নির্বাচন প্রতিহত করবে এনসিপি : নাহিদ
    সংস্কার ও বিচারবিহীন নির্বাচন প্রতিহত করবে এনসিপি : নাহিদ
  • বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত কখন
    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত কখন
  • স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
    স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • বিএনপির কাছে গুরুত্বপূর্ণ ‘লুটপাটের স্বাধীনতা’: নাহিদ ইসলাম
    বিএনপির কাছে গুরুত্বপূর্ণ ‘লুটপাটের স্বাধীনতা’: নাহিদ ইসলাম
  • ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
    ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
  • বেইজিংয়ে শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠক
    বেইজিংয়ে শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠক
  • পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা
    পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা
  • বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
    বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
  • এবারও ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
    এবারও ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
    শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
  • পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন
    পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন
  • এলো খুশীর ঈদ
    এলো খুশীর ঈদ
  • জাতীয় ঈদগাহে ১৭ বছর ঘটতে পারত যে ঘটনা
    জাতীয় ঈদগাহে ১৭ বছর ঘটতে পারত যে ঘটনা
  • জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান ড. ইউনূসের
    জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান ড. ইউনূসের
  • ঢাকায় এমন ঈদ আগে কেউ দেখেনি
    ঢাকায় এমন ঈদ আগে কেউ দেখেনি
  • এক লাখের বেশি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে: মাহফুজ আলম
    এক লাখের বেশি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে: মাহফুজ আলম
  • দ্বিতীয় দফায় মিয়ানমারে ১৫ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ
    দ্বিতীয় দফায় মিয়ানমারে ১৫ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ
  • সতর্কতায় কাজ না হলে অবশ্যই হার্ডলাইন: তথ্য উপদেষ্টা
    সতর্কতায় কাজ না হলে অবশ্যই হার্ডলাইন: তথ্য উপদেষ্টা
  • ব্যাংককে ইউনূস-মোদীর প্রথম বৈঠক শুক্রবার
    ব্যাংককে ইউনূস-মোদীর প্রথম বৈঠক শুক্রবার
  • বিএনপির ‘হিংস্র’ কার্যকলাপ পরিস্থিতি ঘোলাটে করছে: এনসিপি
    বিএনপির ‘হিংস্র’ কার্যকলাপ পরিস্থিতি ঘোলাটে করছে: এনসিপি
  • বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা
    বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা
  • করিমগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
    করিমগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
  • আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে : প্রধান উপদেষ্টা
    আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে : প্রধান উপদেষ্টা
  • মোদিকে বিশেষ ছবি উপহার দিলেন ড. ইউনূস
    মোদিকে বিশেষ ছবি উপহার দিলেন ড. ইউনূস
  • এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার
    এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার
  • ঈদের ৭ দিনে ঢাকা ছাড়েন এক কোটি ৭ লাখ সিমধারী
    ঈদের ৭ দিনে ঢাকা ছাড়েন এক কোটি ৭ লাখ সিমধারী
  • কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু
    কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু
  • গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সারাদেশে কর্মসূচি
    গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সারাদেশে কর্মসূচি
  • আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
    আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
  • নরসিংদীতে শিক্ষিকার বিরুদ্ধে সমাজ নষ্টের অভিযোগ
    নরসিংদীতে শিক্ষিকার বিরুদ্ধে সমাজ নষ্টের অভিযোগ
  • ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা
    ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা
  • বাড়তি শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
    বাড়তি শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
  • ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
    ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
  • তিন যুগে সন্দ্বীপের আয়তন বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার
    তিন যুগে সন্দ্বীপের আয়তন বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার
  • বিসিএস পরীক্ষা এক বছরে শেষ করতে চায় পিএসসি
    বিসিএস পরীক্ষা এক বছরে শেষ করতে চায় পিএসসি
  • মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
    মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
  • ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলে ‘আনন্দ শোভাযাত্রা’
    ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলে ‘আনন্দ শোভাযাত্রা’
  • স্বদেশী আবহে নববর্ষ পালন করবে সাংস্কৃতিক কেন্দ্র
    স্বদেশী আবহে নববর্ষ পালন করবে সাংস্কৃতিক কেন্দ্র
  • নৌকা সরিয়ে পুলিশের নতুন লোগো
    নৌকা সরিয়ে পুলিশের নতুন লোগো
  • গাজার সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে জমায়েত
    গাজার সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে জমায়েত
  • দৈত্যাকৃতির ফ্যাসিস্ট ও শান্তির পায়রায় দুর্বৃত্তের আগুন
    দৈত্যাকৃতির ফ্যাসিস্ট ও শান্তির পায়রায় দুর্বৃত্তের আগুন
  • পহেলা বৈশাখে বৃষ্টি হতে পারে
    পহেলা বৈশাখে বৃষ্টি হতে পারে
  • সোহরাওয়ার্দীর জনসমুদ্রে ফিলিস্তিনের প্রতি সংহতি
    সোহরাওয়ার্দীর জনসমুদ্রে ফিলিস্তিনের প্রতি সংহতি
  • ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ শোভাযাত্রায় থাকছে কি
    ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ শোভাযাত্রায় থাকছে কি
  • ফ্যাসিবাদের মুখাকৃতিতে অগ্নিসংযোগকারী ছাত্রলীগকর্মীকে শনাক্ত
    ফ্যাসিবাদের মুখাকৃতিতে অগ্নিসংযোগকারী ছাত্রলীগকর্মীকে শনাক্ত
  • পোড়ানোর পর যে রূপে ফিরছে ফ্যাসিবাদের মুখাকৃতি
    পোড়ানোর পর যে রূপে ফিরছে ফ্যাসিবাদের মুখাকৃতি
  • ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ ফিরল পাসপোর্টে
    ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ ফিরল পাসপোর্টে
  • খিলগাঁওয়ে কফি শপের সামনে তরুণীকে মারধর, আটক ১
    খিলগাঁওয়ে কফি শপের সামনে তরুণীকে মারধর, আটক ১
  • শেখ হাসিনাকে থামান: মোদীকে বললেন ইউনূস
    শেখ হাসিনাকে থামান: মোদীকে বললেন ইউনূস
  • মৃত্যুর গুঞ্জন, কেমন আছেন তোফায়েল আহমেদ
    মৃত্যুর গুঞ্জন, কেমন আছেন তোফায়েল আহমেদ
  • ফ্যাসিবাদীর নতুন মোটিফে বর্ষবরণের শোভাযাত্রা
    ফ্যাসিবাদীর নতুন মোটিফে বর্ষবরণের শোভাযাত্রা
  • ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ, অধ্যাদেশ জারি
    ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ, অধ্যাদেশ জারি
  • মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম
    মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম
  • টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
    টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
  • টাইম ম্যাগাজিনে ড. ইউনূসের প্রশংসায় যা লিখেছেন হিলারি
    টাইম ম্যাগাজিনে ড. ইউনূসের প্রশংসায় যা লিখেছেন হিলারি
  • আজ সারাদেশে বৃষ্টি হতে পারে
    আজ সারাদেশে বৃষ্টি হতে পারে
  • আমার প্রেমের সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে: মেঘনা আলম
    আমার প্রেমের সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে: মেঘনা আলম
  • রেল ব্লকেড স্থগিত, মন্ত্রণালয়ে আলোচনায় পলিটেকনিক শিক্ষার্থীরা
    রেল ব্লকেড স্থগিত, মন্ত্রণালয়ে আলোচনায় পলিটেকনিক শিক্ষার্থীরা
  • ময়মনসিংহে বিশ্ব কণ্ঠ দিবস পালিত
    ময়মনসিংহে বিশ্ব কণ্ঠ দিবস পালিত
  • এনসিপির আঞ্চলিক কমিটির নেতৃত্ব আসছেন চল্লিশোর্ধরা
    এনসিপির আঞ্চলিক কমিটির নেতৃত্ব আসছেন চল্লিশোর্ধরা
  • নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের গুলশানের ফ্ল্যাট জব্দ
    নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের গুলশানের ফ্ল্যাট জব্দ
  • আওয়ামী-ঘনিষ্ঠ সুফিউর রহমান হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
    আওয়ামী-ঘনিষ্ঠ সুফিউর রহমান হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
  • ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
    ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
  • চেয়ারম্যান-মেয়র পদে সরাসরি ভোট নয়
    চেয়ারম্যান-মেয়র পদে সরাসরি ভোট নয়
  • চাকরি খুঁজছেন উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম
    চাকরি খুঁজছেন উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম
  • সহজ হলো এনজিওর নিবন্ধন
    সহজ হলো এনজিওর নিবন্ধন
  • শেখ হাসিনার যত ডক্টরেট ডিগ্রি
    শেখ হাসিনার যত ডক্টরেট ডিগ্রি
  • সাবেক আইজিপি বেনজীরের নামে ইন্টারপোলে হুলিয়া জারি
    সাবেক আইজিপি বেনজীরের নামে ইন্টারপোলে হুলিয়া জারি
  • কুয়েট ভিসির পদত্যাগ আন্দোলনে এনসিপির একাত্মতা
    কুয়েট ভিসির পদত্যাগ আন্দোলনে এনসিপির একাত্মতা
  • হাসিনা ও টিউলিপকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু
    হাসিনা ও টিউলিপকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু
  • পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
    পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
  • ঢাকাবাসী ৯ বছরে নির্মল বাতাস পেয়েছেন ৩১ দিন
    ঢাকাবাসী ৯ বছরে নির্মল বাতাস পেয়েছেন ৩১ দিন
  • কাশ্মীরে হামলার নিন্দা জানাতে গিয়ে বাংলাদেশকে টানল আ. লীগ
    কাশ্মীরে হামলার নিন্দা জানাতে গিয়ে বাংলাদেশকে টানল আ. লীগ
  • মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ করেছি: উপদেষ্টা আসিফ
    মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ করেছি: উপদেষ্টা আসিফ
  • পলিটিকাল কাউন্সিল ও নির্বাহী কাউন্সিল গঠন করছে এনসিপি
    পলিটিকাল কাউন্সিল ও নির্বাহী কাউন্সিল গঠন করছে এনসিপি
  • পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহিদকন্যা ‘আত্মহত্যা’ করলেন
    পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহিদকন্যা ‘আত্মহত্যা’ করলেন
  • বিমান মন্ত্রণালয়ের দায়িত্বও পেলেন শেখ বশিরউদ্দীন
    বিমান মন্ত্রণালয়ের দায়িত্বও পেলেন শেখ বশিরউদ্দীন
  • পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
    পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
  • রাবি রেজিস্ট্রারের বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ
    রাবি রেজিস্ট্রারের বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ
  • দুই পুত্রবধূসহ সোমবার ফিরছেন খালেদা জিয়া
    দুই পুত্রবধূসহ সোমবার ফিরছেন খালেদা জিয়া
  • খালেদা জিয়ার দেশে ফেরা ১ দিন পেছালো
    খালেদা জিয়ার দেশে ফেরা ১ দিন পেছালো
  • লন্ডন থেকে দেশের পথে খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধু
    লন্ডন থেকে দেশের পথে খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধু
  • কোরবানির ছুটি টানা ১০ দিন
    কোরবানির ছুটি টানা ১০ দিন
  • দেশে ফিরলেন খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধূ
    দেশে ফিরলেন খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধূ
  • মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ
    মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ
  • চতুর্থ দফায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল আর্মি
    চতুর্থ দফায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল আর্মি
  • রাতভর উত্তেজনা, ভোরে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
    রাতভর উত্তেজনা, ভোরে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ দ্বিতীয় দিনে
    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ দ্বিতীয় দিনে
  • আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ
    আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ
  • যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে : মাহফুজ আলম
    যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে : মাহফুজ আলম
  • প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল : হাসনাত
    প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল : হাসনাত
  • ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কভার্ড ভ্যান
    ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কভার্ড ভ্যান
  • ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট ২১ মে থেকে, যাত্রা শুরু ৩১ মে
    ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট ২১ মে থেকে, যাত্রা শুরু ৩১ মে
  • এনবিআর বিলুপ্ত করে নতুন দুই বিভাগ
    এনবিআর বিলুপ্ত করে নতুন দুই বিভাগ
  • পার্থ'র স্ত্রীকে বিদেশ যেতে বাঁধা
    পার্থ'র স্ত্রীকে বিদেশ যেতে বাঁধা
  • চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির ছাত্রদল নেতা সাম্য
    চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির ছাত্রদল নেতা সাম্য
  • সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত
    সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত
  • ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা
    ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা
  • আখতারকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি
    আখতারকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি
  • ক্যান্টনমেন্টের আশপাশের সড়কে সভাসমাবেশে নিষেধাজ্ঞা
    ক্যান্টনমেন্টের আশপাশের সড়কে সভাসমাবেশে নিষেধাজ্ঞা
  • দোসরদের নিয়ন্ত্রণে শিবপুর উপজেলা শিক্ষা অফিস
    দোসরদের নিয়ন্ত্রণে শিবপুর উপজেলা শিক্ষা অফিস
  • শিবপুরে চাঁদার জন্য বিএনপি নেতার মাইকিং
    শিবপুরে চাঁদার জন্য বিএনপি নেতার মাইকিং
  • হান্নান মাসউদকে শোকজ নোটিশ দিয়েছে এনসিপি
    হান্নান মাসউদকে শোকজ নোটিশ দিয়েছে এনসিপি
  • উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের
    উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের
  • ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ অধ্যাপক ইউনূস : নাহিদ ইসলাম
    ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ অধ্যাপক ইউনূস : নাহিদ ইসলাম
  • ইশরাকের শপথ আয়োজনে আদালতের সায়
    ইশরাকের শপথ আয়োজনে আদালতের সায়
  • বিএনপি-জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
    বিএনপি-জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
  • শাহবাগে সমাবেশের ডাক জুলাই ঐক্যের
    শাহবাগে সমাবেশের ডাক জুলাই ঐক্যের
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
  • সত্যের খোঁজে ইসলামের ছায়া তলে জবি শিক্ষার্থী ধ্রুব
    সত্যের খোঁজে ইসলামের ছায়া তলে জবি শিক্ষার্থী ধ্রুব
  • সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ
    সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ
  • কে এই সুব্রত বাইন, কীভাবে জড়ালেন অপরাধজগতে
    কে এই সুব্রত বাইন, কীভাবে জড়ালেন অপরাধজগতে
  • শেখ পরিবারের নামের ৬৮ কলেজের নাম বদল
    শেখ পরিবারের নামের ৬৮ কলেজের নাম বদল
  • প্রেমিকাকে ছুরিকাঘাত শাবি ছাত্রলীগ নেতার
    প্রেমিকাকে ছুরিকাঘাত শাবি ছাত্রলীগ নেতার
  • বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা ঋণ দেবে জাপান
    বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা ঋণ দেবে জাপান
  • শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু
    শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু
  • হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে গুম হন ৭৩০ জন
    হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে গুম হন ৭৩০ জন
  • এবারের ঈদে ৩৩ লাখের বেশি পশু অবিক্রীত
    এবারের ঈদে ৩৩ লাখের বেশি পশু অবিক্রীত
  • পরবর্তী সরকারে থাকার ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা
    পরবর্তী সরকারে থাকার ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা
  • চক্ষুবিজ্ঞান হাসপাতালে বহির্বিভাগ পুনরায় চালু
    চক্ষুবিজ্ঞান হাসপাতালে বহির্বিভাগ পুনরায় চালু
  • ড. ইউনূস দেখা না দেওয়ায় হতাশ টিউলিপ
    ড. ইউনূস দেখা না দেওয়ায় হতাশ টিউলিপ
  • ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনূস ও তারেক
    ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনূস ও তারেক
  • শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
    শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
  • জুলাই গণ–অভ্যুত্থান : ফ্ল্যাট পাবে শহীদদের পরিবার
    জুলাই গণ–অভ্যুত্থান : ফ্ল্যাট পাবে শহীদদের পরিবার
  • আওয়ামী লীগ নিয়ে যা বললেন ড. ইউনূস
    আওয়ামী লীগ নিয়ে যা বললেন ড. ইউনূস
  • শাপলা প্রতীকে নির্বাচনে অংশ নেবে এনসিপি : নাহিদ ইসলাম
    শাপলা প্রতীকে নির্বাচনে অংশ নেবে এনসিপি : নাহিদ ইসলাম
  • রাতের ভোটের ‘খলনায়ক’ গ্রেফতার
    রাতের ভোটের ‘খলনায়ক’ গ্রেফতার
  • দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত
    দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • এনসিপির ‘শাপলা’ প্রতীকের পক্ষে শতাধিক আইনজীবীর বিবৃতি
    এনসিপির ‘শাপলা’ প্রতীকের পক্ষে শতাধিক আইনজীবীর বিবৃতি
  • ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
    ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
  • আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা
    আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা
  • আগস্ট থেকে চলবে বুয়েটের নকশায় তৈরি রিকশা
    আগস্ট থেকে চলবে বুয়েটের নকশায় তৈরি রিকশা
  • এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার
    এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার
  • গভীর রাতে তরুণীসহ আটক জবি ছাত্রদল নেতা
    গভীর রাতে তরুণীসহ আটক জবি ছাত্রদল নেতা
  • জুলাইযোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
    জুলাইযোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
  • ঘোষণাপত্র ছাড়া সরকারের জুলাই উদ্‌যাপনের এখতিয়ার নেই : নাহিদ
    ঘোষণাপত্র ছাড়া সরকারের জুলাই উদ্‌যাপনের এখতিয়ার নেই : নাহিদ
  • শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
    শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
  • জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল নিক্ষেপ, এনসিপির বিক্ষোভ
    জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল নিক্ষেপ, এনসিপির বিক্ষোভ
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • শাহাদাতের সুযোগ এলে পিছপা হব না : আসিফ মাহমুদ
    শাহাদাতের সুযোগ এলে পিছপা হব না : আসিফ মাহমুদ
  • সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন
    সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন
  • শোকের মিছিলে কারবালা স্মরণ
    শোকের মিছিলে কারবালা স্মরণ
  • বৈছাআ’র হবিগঞ্জের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব গ্রেপ্তার
    বৈছাআ’র হবিগঞ্জের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাকিব গ্রেপ্তার
  • প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে যা লিখেছেন ট্রাম্প
    প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে যা লিখেছেন ট্রাম্প
  • ফ্যাসিস্ট হাসিনাই গুলির নির্দেশ দেন, অনুসন্ধান বিবিসির
    ফ্যাসিস্ট হাসিনাই গুলির নির্দেশ দেন, অনুসন্ধান বিবিসির
  • ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
    ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
  • শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না : সারজিস
    শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না : সারজিস
  • ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
    ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
  • পুতুলকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ডব্লিউএইচও
    পুতুলকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ডব্লিউএইচও
  • মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : বিক্ষোভে উত্তাল শিক্ষা প্রতিষ্ঠান
    মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : বিক্ষোভে উত্তাল শিক্ষা প্রতিষ্ঠান
  • দেশজুড়ে চিরুনি অভিযান : অপরাধ দমনে নতুন তালিকা করার নির্দেশ
    দেশজুড়ে চিরুনি অভিযান : অপরাধ দমনে নতুন তালিকা করার নির্দেশ
  • বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা
    বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা
  • বিশ্ব যুব দক্ষতা দিবস : কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতায় যুব ক্ষমতায়নের আহ্বান
    বিশ্ব যুব দক্ষতা দিবস : কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতায় যুব ক্ষমতায়নের আহ্বান
  • শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘জুলাই শহীদ দিবস’ পালনের সূচনা
    শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘জুলাই শহীদ দিবস’ পালনের সূচনা
  • ১১১ কোটি টাকা ব্যয়ে হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
    ১১১ কোটি টাকা ব্যয়ে হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
  • ‘অভিশপ্ত নৌকা’ কেন ফিরছে, জানতে চাইলেন স্থানীয় সরকার উপদেষ্টা
    ‘অভিশপ্ত নৌকা’ কেন ফিরছে, জানতে চাইলেন স্থানীয় সরকার উপদেষ্টা
  • নৌকা সরিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ফেরত
    নৌকা সরিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ফেরত
  • গোপালগঞ্জে ১৭ জুলাইয়ের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত
    গোপালগঞ্জে ১৭ জুলাইয়ের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত
  • ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে : সব মোবাইল গ্রাহকের জন্য ১ জিবি ডাটা ফ্রি
    ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে : সব মোবাইল গ্রাহকের জন্য ১ জিবি ডাটা ফ্রি
  • প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ
    প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ
  • জামায়াতের মহাসমাবেশ : ফজরেই পূর্ণ মাঠ, উৎসবমুখর পরিবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
    জামায়াতের মহাসমাবেশ : ফজরেই পূর্ণ মাঠ, উৎসবমুখর পরিবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
  • গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল
    গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল
  • উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
    উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  • মাইলস্টোন স্কুলের নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য পেতে জরুরি যোগাযোগ নম্বর
    মাইলস্টোন স্কুলের নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য পেতে জরুরি যোগাযোগ নম্বর
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২
    মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২৭
    মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২৭
  • ১০ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
    ১০ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • নারী কর্মীদের শর্ট স্লিভ–লেগিংস পরা নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক
    নারী কর্মীদের শর্ট স্লিভ–লেগিংস পরা নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক
  • নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোনের কমিটি গঠন
    নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোনের কমিটি গঠন
  • সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর
    সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত
  • পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
    পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
  • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান
    জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান
  • শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু
    শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু
  • ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পথে, চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
    ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পথে, চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
  • ঢাকায় আজ তিন সমাবেশ, যেসব পথ এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
    ঢাকায় আজ তিন সমাবেশ, যেসব পথ এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
  • ‘দ্বিতীয় রিপাবলিক’ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
    ‘দ্বিতীয় রিপাবলিক’ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
  • তারুণ্যের প্রথম ভোট ‘ধানের শীষে’ চাই : ছাত্রদলের সমাবেশে তারেক রহমান
    তারুণ্যের প্রথম ভোট ‘ধানের শীষে’ চাই : ছাত্রদলের সমাবেশে তারেক রহমান
  • রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান
    রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান
  • জুলাই বিপ্লবের এক বছর : ইতিহাস বদলে দেওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান
    জুলাই বিপ্লবের এক বছর : ইতিহাস বদলে দেওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান
  • সংসদ চত্বরে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ : বিকালে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
    সংসদ চত্বরে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ : বিকালে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বার্তা প্রধান উপদেষ্টার
    ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বার্তা প্রধান উপদেষ্টার
  • বেরোবির আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
    বেরোবির আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু
    নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু
  • হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন
    হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন
  • জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ল
    জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ল
  • অস্ত্র বের করা মাত্র গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
    অস্ত্র বের করা মাত্র গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
  • ঢাবি ছেড়ে নতুন যাত্রায় সরকারি সাত কলেজ
    ঢাবি ছেড়ে নতুন যাত্রায় সরকারি সাত কলেজ
  • রাজশাহীতে শিক্ষককে ছুরি মেরে আহত করল ছাত্রী
    রাজশাহীতে শিক্ষককে ছুরি মেরে আহত করল ছাত্রী
  • ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
    ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ
    ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ
  • জাকসুতে লড়বেন এক দম্পতি ও বিদেশি শিক্ষার্থী
    জাকসুতে লড়বেন এক দম্পতি ও বিদেশি শিক্ষার্থী
  • রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শুরু, ছাত্রদলের সময় বাড়ানোর দাবি
    রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শুরু, ছাত্রদলের সময় বাড়ানোর দাবি
  • জকসু নীতিমালার দাবিতে প্রশাসনিক ভবনে তালা
    জকসু নীতিমালার দাবিতে প্রশাসনিক ভবনে তালা
  • প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের
    প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের
  • রক্তাক্ত নুর, ৪৮ ঘণ্টার আগে নিরাপদ নন
    রক্তাক্ত নুর, ৪৮ ঘণ্টার আগে নিরাপদ নন
  • প্রকৌশলী শিক্ষার্থীদের টানা ‘কমপ্লিট শাটডাউন’
    প্রকৌশলী শিক্ষার্থীদের টানা ‘কমপ্লিট শাটডাউন’
  • জুলাই আন্দোলন : প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সেমিনার
    জুলাই আন্দোলন : প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সেমিনার
  • চবিতে সংঘর্ষ : এক হাজার জনের নামে মামলা
    চবিতে সংঘর্ষ : এক হাজার জনের নামে মামলা
  • শাবির নৃবিজ্ঞান অ্যালামনাই কমিটির সহ-সাধারণ সম্পাদক টোটন
    শাবির নৃবিজ্ঞান অ্যালামনাই কমিটির সহ-সাধারণ সম্পাদক টোটন
  • লাইফ সাপোর্টে দুই শিক্ষার্থী, চবিতে থমথমে পরিস্থিতি
    লাইফ সাপোর্টে দুই শিক্ষার্থী, চবিতে থমথমে পরিস্থিতি
  • কুবিতে বানরের খামচিতে শিক্ষক-স্টাফসহ আহত ৭
    কুবিতে বানরের খামচিতে শিক্ষক-স্টাফসহ আহত ৭
  • জাকসু নির্বাচন ঘিরে ক্লাস-পরীক্ষা স্থগিত
    জাকসু নির্বাচন ঘিরে ক্লাস-পরীক্ষা স্থগিত
  • চবিতে সংঘর্ষ : আহত শিক্ষার্থীর খুলি ফ্রিজে সংরক্ষণ
    চবিতে সংঘর্ষ : আহত শিক্ষার্থীর খুলি ফ্রিজে সংরক্ষণ
  • ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ৩৪ ঘণ্টার কড়া নিরাপত্তা
    ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ৩৪ ঘণ্টার কড়া নিরাপত্তা
  • জুলাই সনদ বাস্তবায়নে ৭ দলের কর্মসূচি
    জুলাই সনদ বাস্তবায়নে ৭ দলের কর্মসূচি
  • রাজধানীতে বিকেল-সন্ধ্যায় ৭ দলের বিক্ষোভ
    রাজধানীতে বিকেল-সন্ধ্যায় ৭ দলের বিক্ষোভ
  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না ৭ কলেজের শিক্ষকরা
    প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না ৭ কলেজের শিক্ষকরা
  • সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার আলটিমেটাম শিক্ষার্থীদের
    সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার আলটিমেটাম শিক্ষার্থীদের
  • ‘নিম্নকক্ষে আসন উচ্চকক্ষে পিআর’
    ‘নিম্নকক্ষে আসন উচ্চকক্ষে পিআর’
  • এনসিপিকে শাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন
    এনসিপিকে শাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন
  • ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
    ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
  • ফেব্রুয়ারিতে নির্বাচন : জাতিসংঘকে প্রধান উপদেষ্টা
    ফেব্রুয়ারিতে নির্বাচন : জাতিসংঘকে প্রধান উপদেষ্টা
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জালিয়াতির মহোৎসব
    চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জালিয়াতির মহোৎসব
  • পৃথক জোটের পথে এনসিপি
    পৃথক জোটের পথে এনসিপি
  • ডিসেম্বরের অমর একুশে বইমেলা স্থগিত
    ডিসেম্বরের অমর একুশে বইমেলা স্থগিত
  • সাঁথিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীরের শিক্ষা বৃত্তি প্রদান
    সাঁথিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীরের শিক্ষা বৃত্তি প্রদান
  • জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্য ১৫ অক্টোবর
    জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্য ১৫ অক্টোবর
  • প্রিয় শিক্ষকরা পেলেন জাতীয় সম্মাননা
    প্রিয় শিক্ষকরা পেলেন জাতীয় সম্মাননা
  • জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজনৈতিক ঐকমত্য
    জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজনৈতিক ঐকমত্য
  • বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষক উচ্চতর ডিগ্রিহীন
    বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষক উচ্চতর ডিগ্রিহীন
  • জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে মতানৈক্য
    জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে মতানৈক্য
  • শাপলা না দেওয়ার সিদ্ধান্তে অটল ইসি
    শাপলা না দেওয়ার সিদ্ধান্তে অটল ইসি
  • জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পেছাল
    জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পেছাল
  • গুমের দায়ে ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
    গুমের দায়ে ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
  • সেনানিবাসে নতুন ‘সাবজেল’
    সেনানিবাসে নতুন ‘সাবজেল’
  • উপদেষ্টাদের সরে যাওয়ার নকশা হাতে এনসিপি
    উপদেষ্টাদের সরে যাওয়ার নকশা হাতে এনসিপি
  • নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ চূড়ান্ত
    নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ চূড়ান্ত
  • ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র
    ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র
  • নভেম্বরের পরও চলবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম
    নভেম্বরের পরও চলবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম
  • গণভোটের সময় নির্ধারণ করবে সরকার
    গণভোটের সময় নির্ধারণ করবে সরকার
  • ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা
    ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা
  • এককভাবে সর্বাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি
    এককভাবে সর্বাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি
  • প্রাথমিক শিক্ষকদের শনিবার থেকে লাগাতার অবস্থানের ডাক
    প্রাথমিক শিক্ষকদের শনিবার থেকে লাগাতার অবস্থানের ডাক
  • শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড
    শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড
  • দাবি আদায়ে রোববার থেকে সারাদেশে কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের
    দাবি আদায়ে রোববার থেকে সারাদেশে কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের
  • সেনাবাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতা বহাল
    সেনাবাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতা বহাল
  • বৃহস্পতিবার সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল
    বৃহস্পতিবার সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল
  • নাসীরুদ্দীনের ইঙ্গিতপূর্ণ পোস্টে কাদেরের তির্যক জবাব
    নাসীরুদ্দীনের ইঙ্গিতপূর্ণ পোস্টে কাদেরের তির্যক জবাব
  • শপথ নিলেন হাই কোর্টের ২১ বিচারক
    শপথ নিলেন হাই কোর্টের ২১ বিচারক
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ
    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ
  • বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি
    বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি
  • শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ ১৭ নভেম্বর
    শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ ১৭ নভেম্বর
  • সংসদ নির্বাচনের দিনেই গণভোট
    সংসদ নির্বাচনের দিনেই গণভোট
  • জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই
    জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই
  • ‘নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ’
    ‘নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ’
  • শেখ হাসিনার সামনে রয়েছে যেসব আইনি পথ
    শেখ হাসিনার সামনে রয়েছে যেসব আইনি পথ
  • হাসিনার মৃত্যুদণ্ডে টিএসসিতে মিষ্টি বিতরণ
    হাসিনার মৃত্যুদণ্ডে টিএসসিতে মিষ্টি বিতরণ
  • মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
    মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
  • এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন
    এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন
  • ডিসেম্বরেই পে স্কেল চায় সরকারি চাকরিজীবীরা
    ডিসেম্বরেই পে স্কেল চায় সরকারি চাকরিজীবীরা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল
    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল
  • ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
    ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
  • সাকিব আল হাসানকে তলব করেছে দুদক
    সাকিব আল হাসানকে তলব করেছে দুদক
  • শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ
    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ
  • ভূমিকম্পে কী করবেন, কী করবেন না
    ভূমিকম্পে কী করবেন, কী করবেন না
  • গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
    গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
  • কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
    কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
  • প্লট দুর্নীতি : হাসিনা–জয়–পুতুলের কারাদণ্ড
    প্লট দুর্নীতি : হাসিনা–জয়–পুতুলের কারাদণ্ড
  • এনসিপি–এবি পার্টি–গণ অধিকার পরিষদের জোট গঠনে স্থবিরতা
    এনসিপি–এবি পার্টি–গণ অধিকার পরিষদের জোট গঠনে স্থবিরতা
  • লটারিতে ৬৪ জেলায় এসপি পুনর্বিন্যাস
    লটারিতে ৬৪ জেলায় এসপি পুনর্বিন্যাস
  • পিজি হাসপাতালে আগুন
    পিজি হাসপাতালে আগুন
  • শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে সকশিসের দেশব্যাপী অবস্থান কর্মসূচি
    শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে সকশিসের দেশব্যাপী অবস্থান কর্মসূচি
Logo