রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ নভেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে। দুপুর ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার অনলাইনে আবেদনের পূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত বা অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়—শুধু ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট (admission.ru.ac.bd)–এর মাধ্যমে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
১. অনলাইন রেজিস্ট্রেশন ও মোবাইল নম্বর যাচাই
রেজিস্টার বাটনে ক্লিক করে আবেদনকারীকে নিজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড এবং পাসের সাল দিতে হবে। ক্যাপচা পূরণ করে এগোলে মোবাইল নম্বর যাচাইয়ের ধাপ আসবে।
মোবাইল নম্বর দিয়ে ‘Send OTP’ বাটনে ক্লিক করলে আবেদনকারীর ফোনে OTP যাবে। OTP দিয়ে ভেরিফাই করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর আবেদনকারীকে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হবে, যা দিয়ে পুরো আবেদন সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে—একই মোবাইল নম্বর একাধিক প্রার্থী ব্যবহার করতে পারবে না। ভর্তি–সংক্রান্ত সব তথ্য ওই নম্বরেই পাঠানো হবে।
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড অপশনে Technical-Vocational/BM/DCOM নির্বাচন করবেন। GCE, BFA ও ডিপ্লোমা শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকে গিয়ে তথ্য জমা দেবেন।
২. আবেদন প্রক্রিয়া
ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদনকারীকে ধাপে ধাপে নিম্নোক্ত কাজগুলো করতে হবে—
ক. ছবি আপলোড
300×400 পিক্সেল, ১০০ কিলোবাইটের কম সাইজের রঙিন JPG ছবি
ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। স্কুল/কলেজ ড্রেস নয়।
সফটওয়্যার–এডিটেড ছবি গ্রহণযোগ্য নয়
ছবি পরিবর্তনের প্রয়োজন হলে স্টুডেন্ট প্যানেল থেকে করা যাবে।
খ. প্রশ্নপত্রের ভাষা নির্বাচন
পরীক্ষায় বাংলা বা ইংরেজি—যে ভাষায় প্রশ্ন চান, সেটি বেছে নিতে হবে। প্রয়োজনে পরে ‘Update Question Language’ থেকে পরিবর্তন করা যাবে।
গ. কোটা নির্বাচন
যদি কোনো কোটায় আবেদন করতে চান, তবে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (১ এমবি–র মধ্যে) আপলোড করতে হবে। বিকেএসপি কোটার ক্ষেত্রে বিকেএসপি সনদ লাগবে। আবেদন শেষ সময়ের পর কোটা পরিবর্তন করা যাবে না।
ঘ. সেলফি আপলোড
‘RU Admission’ অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত নিয়মে সেলফি দিতে হবে।
ঙ. ইউনিট নির্বাচন ও ফি প্রদান
প্রার্থীর যোগ্যতা অনুযায়ী ইউনিটসমূহ দেখানো হবে। পছন্দের ইউনিটে ‘Apply Now’ ক্লিক করে পরীক্ষা অঞ্চল (Zone) নির্বাচন করতে হবে।
bKash বা রকেটের মাধ্যমে ফি প্রদান করে আবেদন নিশ্চিত করতে হবে।
ফি প্রদানের পর বিল স্লিপ ডাউনলোড করে রাখতে হবে।
একাধিক ইউনিটে আবেদন করা যাবে। অঞ্চল (Zone) পরিবর্তনের প্রয়োজন হলে আবেদন চলাকালীন সময়ে পরিবর্তন করা যাবে।
চ. মোবাইল নম্বর পরিবর্তন
প্রয়োজন হলে ‘Update Mobile Number’ অপশনে গিয়ে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও জাতীয় পরিচয়পত্র আপলোড করে নতুন নম্বর যুক্ত করা যাবে।
৩. বিশেষ যোগ্যতার প্রার্থীদের আবেদন
GCE A/O লেভেল, BFA এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং–পাস শিক্ষার্থীদের তথ্য ‘Others’ নির্বাচন করে জমা দিতে হবে।
এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি (১ এমবি–র মধ্যে) আপলোড করতে হবে।
তথ্য যাচাই শেষে তাদের মোবাইলে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হবে। এগুলো ব্যবহার করেই পরবর্তী আবেদন করতে হবে।
সারসংক্ষেপ
আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১২:০১
শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯
আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন (admission.ru.ac.bd)
ফি প্রদান: bKash/Rocket
অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়
যেসব শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা করছেন, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।