প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৪ এপ্রিল , ২০২৫
শত বছর বয়সী বিপন্নপ্রায় গ্যালপাগোস কাছিম যুগল প্রথমবারের মতো বাবা-মা হয়েছে। এ প্রজাতি কাছিমের মধ্যে এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি বয়সে বাবা-মা হলো। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি চিড়িয়াখানায় এ কাছিম যুগলের বসবাস।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আব্রাজ্জো ও মমি নামের ওয়েস্টার্ন সান্তা ক্রুজ গ্যালাপাগোস কাছিম দম্পতি চারটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ায় তারাও ‘অত্যন্ত আনন্দিত’। চিড়িয়াখানার ১৫০ বছরের ইতিহাসে এ ঘটনা এবারই প্রথম।
১৯৩২ সালে মমি কাছিমটিকে চিড়িয়াখানায় আনা হয়। মমি কাছিমও তার প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি বয়সে প্রথম মা হয়েছে। খবর বিবিসি
বিবিসি'র দেওয়া তথ্য মতে, ওয়েস্টার্ন সান্তা ক্রুজ গ্যালাপাগোস কাছিম বন্যপ্রকৃতিতে চরমভাবে বিপন্ন এবং যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় এদের সংখ্যা ৫০টিরও কম।
জানা গেছে, আব্রাজ্জো ও মমি দম্পতির প্রথম ডিম ফুটে ফেব্রুয়ারির ২৭ তারিখে। এর পরপরই বাকি ডিমগুলো ফোটে। নতুন চারটি কাছিমের ওজন ৭০ থেকে ৮০ গ্রামের মতো। তাদেরকে ফিলাডেলফিয়া চিড়িয়াখানার সরীসৃপ ও উভচর প্রাণী ভবনের অভ্যন্তরে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাছিমের বাচ্চাগুলো সঠিকভাবে খাচ্ছে ও বেড়ে উঠছে। আগামী ২৩ এপ্রিল তাদেরকে জনসম্মুখে আনার পরিকল্পনা রয়েছে।