প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩ মে , ২০২৫
নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে আলাদা করেছে কুক প্রণালি। গত মাসে এ কুক প্রণালি পাড়ি দিয়েছে মার্কিন সাঁতারু মায়া মারহিজ।
এর মধ্য দিয়ে ১৭ বছর বয়সী মায়া মারহিজ নিজের লক্ষ্যপূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেছে। তার লক্ষ্য ছিল, বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে ‘ওশেনস সেভেন’-এ সাঁতারের অভিযান শেষ করা। ওশেনস সেভেন হলো, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাতটি ভয়ংকর উন্মুক্ত জলপথে সাঁতারের একটি সিরিজ।
উত্তাল সাগর আর প্রবল স্রোতের কারণে কুক প্রণালিতে মারহিজ খুব বেশি এগোতে পারছিল না। তাকে আধা দিনের বেশি সময় ধরে সাঁতরাতে হয়েছে। ১৩ দশমিক ৭ মাইলের পরিবর্তে মারহিজকে ২৭ মাইল সাঁতরাতে হয়েছে। সাত ঘণ্টা পানিতে থাকার কথা থাকলেও তাকে থাকতে হয়েছে ১৪ ঘণ্টার বেশি।
কুক প্রণালি পাড়ি দিতে গিয়ে ক্রমাগত জেলি ফিশের কাঁটার খোঁচা খাচ্ছিল মায়া মারহিজ। শুরুতে হিসাব রাখলেও একপর্যায়ে কতগুলো খোঁচা খাচ্ছে, তা গোনা বন্ধ করে দেয় সে। কারণ, এত ঘন ঘন কাঁটার খোঁচা খাওয়ার কারণে শরীরে এত যন্ত্রণা হচ্ছিল যে তার পক্ষে আর গোনা সম্ভব হয়নি।
এই অবস্থার মধ্যেই নিউজিল্যান্ডের কুক প্রণালিতে প্রায় ১৪ ঘণ্টা ধরে ২৭ মাইল এলাকা সাঁতরেছে মারহিজ। তার পুরো শরীরে কাঁটার ক্ষত। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ায় যে তার মুখ, নাক, কান ও ঠোঁটে ছিল জেলিফিশের কাঁটার আঘাত।
মায়া মারহিজ বলেছে, অনবরত চলেছে, প্রতি মিনিটে প্রায় ২৫ বার—বারবার এমন হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মারহিজ এখন পর্যন্ত ১০টি ম্যারাথন সাঁতার শেষ করেছে। ম্যারাথন সাঁতারের সংজ্ঞা অনুযায়ী, প্রতিটি সাঁতারের দৈর্ঘ্য কমপক্ষে ৬ দশমিক ২ মাইল (১০ কিলোমিটার) হতে হয়।
মানবিক কাজের সঙ্গেও যুক্ত আছে মারহিজ। অলাভজনক সংস্থা সুইম অ্যাক্রস আমেরিকার সঙ্গে মিলে সে পেডিয়াট্রিক ক্যানসার (শিশুদের ক্যানসার) গবেষণার জন্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।