চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রী একজন সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার ঘটনা একসপ্তাহ পর প্রকাশ্যে এসেছে; এনিয়ে ক্যাম্পাসে বেশ তোলপাড় চলছে।
গত ৫ ই ফেব্রুয়ারি ফাইন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কুরবান আলির গায়ে হাত তোলেন শেখ হাসিনা হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।
মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে আসার পর ক্যাম্পাসে নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ঐ হলের শিক্ষার্থীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঐ শিক্ষার্থী সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলীর গায়ে হাত তুলেন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও সাংবাদিকদের হেনস্তার মতো ঘটনাও ঘটে সেদিন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. কুরবান আলী বলেন, আসলে ভিডিও ফুটেজে স্পষ্টত সবকিছু দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।
বিস্তারিত জানতে ঐ ছাত্রীকে ফোন করলেও তার সাড়া পাওয়া যায়নি।
এদিকে শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ইসলামি ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।