প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ এপ্রিল , ২০২৫
দান করা জরায়ু থেকে একটি মেয়ে শিশুর জন্মদিয়েছেন এক মা। আর এ ঘটনা যুক্তরাজ্যে এবারই প্রথম। ওই নবজাতকের খালা তার মাকে জরায়ু দান করেছিলেন।
লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতালে ২৭ ফেব্রুয়ারি অ্যামি নামের ওই শিশুটির জন্ম হয়। তার মায়ের নাম গ্রেস ডেভিডসন।
নবজাতকের জন্ম দেওয়া গ্রেস ডেভিডসন বলেন, ‘আমাদের এ যাবৎকালে চাওয়া সবচেয়ে বড় উপহারটি আমরা পেয়েছি।’
গ্রেসের আশা, ভবিষ্যতে সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এটি একটি বিকল্প উপায় হয়ে উঠবে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, গ্রেস ডেভিডসনের বয়স ৩৬ বছর। রোকিটানস্কি-কাস্টার হাউসার নামে পরিচিত একটি বিরল শারীরিক জটিলতা আছে তার। জন্মের সময় থেকেই তার জরায়ুটি নিষ্ক্রিয় ছিল।
গ্রেস যুক্তরাজ্যের প্রথম নারী, যার শরীরে জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে। তার ৪২ বছর বয়সী বোন অ্যামি পার্ডি তাঁকে জরায়ুটি দান করেছিলেন। অ্যামির ১০ এবং ৬ বছর বয়সী দুটি মেয়ে আছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে জরায়ুটি প্রতিস্থাপন করা হয়েছিল।