Logo
ঢাকা রবিবার , ১৪ ডিসেম্বর , ২০২৫
Logo

অভ্রর মেহদীর সাথে যেভাবে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জব্বার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
অভ্রর মেহদীর সাথে যেভাবে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জব্বার

এ বছর বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক একুশে পদকে ভূষিত করা হয়েছে অভ্র কি-বোর্ডের প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক মেহদী হাসান খানকে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে তার সাথে যোগাযোগ করলে মেহদী হাসান একা এই পদক নিতে চান না বলে জানান।

পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, মেহদী হাসান খানের আরও তিন সহকর্মী যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরসহ চার জনকেই দলগতভাবে দেয়া হবে এই সম্মাননা।

এই কি-বোর্ডের পথচলা শুরুর পর থেকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।

আওয়ামী লীগের শাসনামলে কেনই বা মামলা, হুমকির মুখোমুখি হতে হয়েছিল অভ্র ফোনেটিকের দলকে?


যেভাবে যাত্রা শুরু করল অভ্র

অভ্র ইস্যুটি নিয়ে সম্প্রতি লিখেছেন বিবিসি বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক জান্নাতুল তানভী।

অভ্র একটি ফ্রি সফটওয়ার। অর্থাৎ এটাকে বিনামূল্যে ইচ্ছেমত ব্যবহার ও বিতরণ করা যায়।

ব্যবহারকারীরা বলছেন, এই কি-বোর্ডে কাজ করা এতই সহজ যে বাচ্চারাও ঘণ্টাখানেক মোবাইলে চেষ্টা করলে এটা শিখতে পারে।

ফোনেটিক এই কি-বোর্ডের প্রতিষ্ঠাতাদের অন্যতম মেহদী হাসান খান একজন চিকিৎসক ও প্রোগ্রামার। যখন এই সফটওয়ারটি প্রতিষ্ঠা হয় তখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র। বাকি সঙ্গীরাও ছাত্র ছিলেন।

বর্তমানে জার্মানিতে বসবাস করেন খান। পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসবেন। দলগতভাবে একুশে পদক প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভ্র কি-বোর্ডের পেজে অভ্রের যাত্রা কীভাবে শুরু হয়েছে সে বিষয়ে লিখেছেন মি. খান।

তিনি লিখেছেন, "২০০৩ সালে যখন অভ্রর কাজ শুরু করলাম, তখন অভ্র বা আমাকে কেউই চিনতো না। একটা ফোরাম বানালাম মানুষের টেকনিক্যাল সমস্যার সমাধান দেয়ার জন্য। ইউনিকোডের ব্যবহার তখনো নতুন, হাজারটা সমস্যা।"

ধীরে ধীরে এই অনলাইন ফোরামে মানুষ সমস্যা নিয়ে আসতে শুরু করলে তা সমাধান করার চেষ্টা করেন বলে জানান মি. খান।

তিনি লিখেছেন, "অথবা 'বাগ' (সফটওয়্যার কোডিংয়ের একটা ত্রুটি) থাকলে ঠিক করে নতুন রিলিজ দেই। কিছু মানুষ, আমি যাদের চিনি না, তারাও আমাকে চিনে না, এরা শুধু সমস্যা নিয়ে আসার বদলে ধীরে ধীরে বাকিদের সমস্যা সমাধানে আমার সাথে যোগ দেয়া শুরু করলো। একসময় অনলাইন ফোরামের বাইরে এদের সাথে দেখা করলাম। সবাই ছাত্র তখন আমরা।"

সম্মিলিত এই কর্মযজ্ঞের কথা উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন, "কোনো কারণে অভ্রর মিশনটায় তারা বিশ্বাস করেছে, এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নাই তাদের। ফোরাম থেকে শুরু হয় বাংলা ফন্ট বানানো, সফটওয়্যার বানানো, সব কিছু একসাথে করলাম আমরা।"

তবে বিভিন্ন সময়ে ফোরামে অবদান রাখা অনেকে আবার নানা কারণে চলে গেলেও হাতে গোনা কয়েকজন থেকে যান বলে লেখেন তিনি।

"কিন্তু হাতে গোনা কয়েকজন লেগে থাকলাম আমরা বছর দশকের উপর। স্বার্থহীন এমন মানুষজন একসাথে ছিল দেখে স্বার্থপর লোকজন চেষ্টা করেও আমাদের আটকাতে পারে নাই," লিখেছেন খান।

একুশে পদক প্রাপ্তির বিষয়ে ফেসবুক পোস্টে খান আরও জানিয়েছেন, দলের কাজের কৃতিত্ব যাতে একক ব্যক্তি না পায়, সে বিষয়ে সামর্থ্য দিয়ে চেষ্টা করেছেন।

পরে দলগতভাবে তার সহকর্মীদেরসহ এ পদক পাবেন বলে উল্লেখ করেছেন খান।

অভ্রের এই প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান টিম-ওয়ার্কের প্রতি গুরুত্বারোপ করেছেন ফেসবুক পোস্টে।

তিনি লিখেছেন, "পরের প্রজন্মের জন্য অভ্রর মিশনটা যদি রেখে যেতে হয়, সাথে আমাদের টিম-ওয়ার্কটাও উদাহরণ হিসেবে থাকুক। একা একা তো বেশিদূর যাওয়া যায় না।"

বাংলা ফন্ট ইউনি বিজয় ডট নেট ফ্রেমওয়ার্ক ও ভিজ্যুয়াল বেসিকের ওপর প্রথম লেখেন মেহদী হাসান খান। পরে অভ্র কি-বোর্ড ব্যবহারকারীদের সুবিধায় ডটনেট ফ্রেমওয়ার্ক ছাড়াই তা লেখেন। অভ্র সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী। এই সফটওয়ারটি ২০০৩ সালের ১৪ই জুন ইউনিকোড কনসোর্টিয়াম থেকে স্বীকৃতি পায়। ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কি-বোর্ড প্রথম উন্মুক্ত করা হয়।

পরে ওই বছরই সেপ্টেম্বরে নিজের সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রন ল্যাব থেকে অভ্র সফটওয়ার উন্মুক্ত করেন মি. খান।

অভ্রের প্রতিষ্ঠাতাদের আরেকজন তানবীন ইসলাম সিয়াম জানান, এই সফটওয়ার ডায়নামিক টাইপের হওয়াতে যা লেখা হয়, তার ওপর ভিত্তি করেই অ্যান্সারটা হয়। এটাকে ফোনেটিক বলে।


বিবিসি বাংলাকে সিয়াম বলেন, "মানুষের আসলে নতুন করে লে আউট শেখার প্রয়োজন হচ্ছে না। যে ইংরেজি বা রোমান হরফে লিখতে অভ্যস্ত ওই লে আউট ব্যবহার করে যদি বাংলা লেখা যায়, তবে নতুন লে আউটের প্রয়োজন হচ্ছে না। এ কারণে মানুষ দ্রুত এটা আয়ত্ত করে ফেলে।"

আওয়ামী লীগ আমলে হেনস্থা কেন?

বাংলাদেশে অভ্র প্রতিষ্ঠার আগে থেকে যে বাংলা সফটওয়ারটি কি-বোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয়।

তবে এটি একটি বাণিজ্যিক সফটওয়ার। মূলত এই সফটওয়ার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে পয়সা গুনতে হয়। এই সফটওয়ারের সত্ত্বাধিকারী হলেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার।


cap: অভ্র'র প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান বর্তমানে জার্মানিতে বসবাস করেন


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে ২০১৮ সালে মন্ত্রীসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ছিলেন তিনি। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. জব্বার।

মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ১৯৮৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয় কী বোর্ড ও সফটওয়ার প্রকাশিত হয়। ১৯৮৯ সালেই এই সফটওয়ারটির কপিরাইট করানো হয়েছিল বলে জানা যায়।

অন্যদিকে অভ্র ব্যবহারে গ্রাহককে কোনো অর্থ খরচ করতে হয় না। কেননা সেটি একেবারেই উন্মুক্ত, বিনামূল্যের। ২০১০ সালে প্রথম অভ্র কি-বোর্ড বা সফটওয়ারটি রোষানলে পড়ে।

যখন এম জব্বার ওই বছরের এপ্রিলে একটি সংবাদপত্রের এক নিবন্ধে অভ্রের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, হ্যাকাররা তার 'বিজয়' সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে।

অভ্র কি-বোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবে ওই লেখায় অভিহিত করেন তিনি।

জব্বার সে সময় অভিযোগ করেছিলেন যে, জাতীয় তথ্য ভান্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কি-বোর্ড ব্যবহার করা হয়েছে।

সে সময় গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমের বিভিন্ন ব্লগে বিষয়টি নিয়ে তোলপাড় চলে।

অনেকের লেখায় বলা হয়েছিল, নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়ারের পরিবর্তে বিনামূল্যের অভ্র ব্যবহার করার কারণে প্রায় পাঁচ কোটি টাকা লোকসান হয়েছে বলে মি. জব্বার অভিযোগ করেছেন।

ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল এই বিনামূল্যের সফটওয়ার প্রতিষ্ঠানটিকে।

এক পর্যায়ে বিনামূল্যের অভ্র সফটওয়ারের বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ করেন জব্বার।

তার অভিযোগ ছিল, অভ্র সফটওয়ারের সাথে ইউনি বিজয় নামে যে কি-বোর্ডের লে-আউট সরবরাহ করা হয়, এটি প্যাটেন্টকৃত বিজয় কি-বোর্ড লে আউটের নকল।

এই অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস মেহদী হাসান খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

ওই নোটিশের পর মি. খান সময় আবেদন করলে ২০১০ সালের ২৩ মে পর্যন্ত তাকে সময় দেয়া হয়।

পরে ওই বছরের জুনে ঢাকার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহদী হাসান খান ও মোস্তাফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

অভ্রের চার প্রতিষ্ঠাতার একজন তানবীন ইসলাম সিয়াম বিবিসি বাংলাকে বলেন, "এরপরে আমরা কি-বোর্ডের ওই লে-আউট রিমুভ করে দিয়েছিলাম। এখানে একটা লে আউট ছিল যাতে বিজয় কি-বোর্ডের লে আউটের কিছু কিছু অংশ মেলে। যারা বিজয় থেকে ইউনিকোডে টাইপ করতে পারছে না, তাদের জন্য এটা ছিল। কিন্তু দুটো এক ছিল না।"

সিয়াম বলছেন, অভিযোগকারী পক্ষের সাথে সমঝোতার পর পরবর্তী ভার্সনে ওই লে আউট রাখা হয়নি।

তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি বিজয় সফটওয়ারের সত্ত্বাধিকারী মোস্তাফা জব্বার।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • হলুদ খেলে কি সৌন্দর্য বাড়ে
    হলুদ খেলে কি সৌন্দর্য বাড়ে
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • মাউশির বাকস্বাধীনতা বিরোধী আদেশটি প্রত্যাহার
    মাউশির বাকস্বাধীনতা বিরোধী আদেশটি প্রত্যাহার
  • কাকে বিয়ে করবো, কখন করবো
    কাকে বিয়ে করবো, কখন করবো
  • বাকৃবি গবেষকদলের সফলতা : চরাঞ্চলের জমিতে হবে ৩ ফসল
    বাকৃবি গবেষকদলের সফলতা : চরাঞ্চলের জমিতে হবে ৩ ফসল
  • উদ্যোক্তা ভাব, পুঁজির অভাব
    উদ্যোক্তা ভাব, পুঁজির অভাব
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • প্রেস সচিবকে নিয়ে শাওনের কটাক্ষ
    প্রেস সচিবকে নিয়ে শাওনের কটাক্ষ
  • নির্বিঘ্নে হিজাব-নেকাব পরিধানের অধিকার চায় রাবির একদল ছাত্রী
    নির্বিঘ্নে হিজাব-নেকাব পরিধানের অধিকার চায় রাবির একদল ছাত্রী
  • ব্র্যাক ইউনিভার্সিটিতে সিরিজ আলোচনা 'দ্য নাও টক' এর যাত্রা
    ব্র্যাক ইউনিভার্সিটিতে সিরিজ আলোচনা 'দ্য নাও টক' এর যাত্রা
  • দেশে প্রতিভার মূল্যায়ন হয়‌ না: বিজ্ঞানী আবেদ চৌধুরী
    দেশে প্রতিভার মূল্যায়ন হয়‌ না: বিজ্ঞানী আবেদ চৌধুরী
  • পিজি হাসপাতালের সাইনবোর্ড থেকে মুজিবের নাম বাদ গেল
    পিজি হাসপাতালের সাইনবোর্ড থেকে মুজিবের নাম বাদ গেল
  • ঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার
    ঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার
  • হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
    হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
  • কুবিতে গবেষণা প্রণোদনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    কুবিতে গবেষণা প্রণোদনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • শেখ হাসিনার ন্যূনতম অপরাধ বোধ নেই: আসিফ নজরুল
    শেখ হাসিনার ন্যূনতম অপরাধ বোধ নেই: আসিফ নজরুল
  • চবিতে শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্রী
    চবিতে শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্রী
  • রাখা হত খুপরি ঘরে, ইলেক্ট্রিক চেয়ারে চলত নির্যাতন
    রাখা হত খুপরি ঘরে, ইলেক্ট্রিক চেয়ারে চলত নির্যাতন
  • তাক লাগানো চোল আখ্যান
    তাক লাগানো চোল আখ্যান
  • প্রতিবাদের মুখে বন্ধ হল ছাত্রফ্রন্টের সমাবেশের ২৬টি মাইক
    প্রতিবাদের মুখে বন্ধ হল ছাত্রফ্রন্টের সমাবেশের ২৬টি মাইক
  • বিশিষ্ট আওয়ামী নাগরিকদের খোঁজ নিলেন ছাত্রনেতা আখতার
    বিশিষ্ট আওয়ামী নাগরিকদের খোঁজ নিলেন ছাত্রনেতা আখতার
  • বসন্ত ভালোবাসায় ডাক পড়েছে বাহারি রঙিন ফুলের
    বসন্ত ভালোবাসায় ডাক পড়েছে বাহারি রঙিন ফুলের
  • ভ্যালেন্টাইনস ডে উদযাপন কীভাবে শুরু হয়েছিল
    ভ্যালেন্টাইনস ডে উদযাপন কীভাবে শুরু হয়েছিল
  • ‘কড়া একশনে’ গিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ
    ‘কড়া একশনে’ গিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ
  • জাবিতে সুযোগ পেলেন টাঙ্গাইলের জমজ দুই বোন
    জাবিতে সুযোগ পেলেন টাঙ্গাইলের জমজ দুই বোন
  • ন্যাপকিনকাণ্ডে বইমেলায় হুলুস্থুল
    ন্যাপকিনকাণ্ডে বইমেলায় হুলুস্থুল
  • শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
    শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
  • হামলায় পণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট
    হামলায় পণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট
  • জলবায়ু উদ্বাস্তুদের শেষ পরিণতি হচ্ছে আধুনিক দাসত্ব
    জলবায়ু উদ্বাস্তুদের শেষ পরিণতি হচ্ছে আধুনিক দাসত্ব
  • গাছের সামাজিক পদমর্যাদা ঠিক করছে সরকার, চাওয়া হচ্ছে আবেদন
    গাছের সামাজিক পদমর্যাদা ঠিক করছে সরকার, চাওয়া হচ্ছে আবেদন
  • নাচের পুতুল ইউএনও
    নাচের পুতুল ইউএনও
  • দ্রুত গতিতে গলছে হিমবাহ
    দ্রুত গতিতে গলছে হিমবাহ
  • কচ্ছপের নাচে দিকনির্ণয়ের রহস্য
    কচ্ছপের নাচে দিকনির্ণয়ের রহস্য
  • বাংলাদেশে অনুদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ট্রাম্প
    বাংলাদেশে অনুদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ট্রাম্প
  • উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছে
    উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছে
  • ইবিতে পিআরএম মেথড নিয়ে পর্যালোচনা সভা
    ইবিতে পিআরএম মেথড নিয়ে পর্যালোচনা সভা
  • বিয়ে না করলে চাকরি থেকে ছাঁটাই
    বিয়ে না করলে চাকরি থেকে ছাঁটাই
  • এক সারিতে সৌরজগতের ৭ গ্রহ
    এক সারিতে সৌরজগতের ৭ গ্রহ
  • উপদেষ্টা থাকাকালে কতটাকা কামালেন নাহিদ
    উপদেষ্টা থাকাকালে কতটাকা কামালেন নাহিদ
  • ভালো খাবার শেষে গান গায় তিমি
    ভালো খাবার শেষে গান গায় তিমি
  • স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ
    স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ
  • নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট
    নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট
  • যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ প্রজাপতি বিলুপ্ত
    যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ প্রজাপতি বিলুপ্ত
  • প্রাক্তন কেন বারবার স্বপ্নে আসে, কীসের ইঙ্গিত
    প্রাক্তন কেন বারবার স্বপ্নে আসে, কীসের ইঙ্গিত
  • চলেই গেলেন মাগুরার শিশুটি
    চলেই গেলেন মাগুরার শিশুটি
  • নরসিংদীতে ঘুসের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা লিছা
    নরসিংদীতে ঘুসের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা লিছা
  • রাতের আকাশে রক্তিম চাঁদের শোভা
    রাতের আকাশে রক্তিম চাঁদের শোভা
  • দাঁত দিয়ে টেনে নিলেন ট্রেন
    দাঁত দিয়ে টেনে নিলেন ট্রেন
  • ইউনূস সরকারের ‘অন্যতম বেস্ট চয়েস’ শেখ বশির: হাসনাত আব্দুল্লাহ
    ইউনূস সরকারের ‘অন্যতম বেস্ট চয়েস’ শেখ বশির: হাসনাত আব্দুল্লাহ
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
    টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
  • কুবি শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ নোবিপ্রবি শিক্ষার্থীর
    কুবি শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ নোবিপ্রবি শিক্ষার্থীর
  • ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
    ছাত্র ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
    সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
  • ‘ভক্তদের’ তোপের মুখে নাহিদ, মারামারি-হট্টগোল
    ‘ভক্তদের’ তোপের মুখে নাহিদ, মারামারি-হট্টগোল
  • হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
    হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
  • কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আভাস
    কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আভাস
  • এআই দিয়ে পত্রিকা বের করল ইতালিয় দৈনিক
    এআই দিয়ে পত্রিকা বের করল ইতালিয় দৈনিক
  • ২০২৪ সাল : সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড
    ২০২৪ সাল : সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড
  • যথেষ্ট হয়েছে, এবার থামেন: ইশরাক হোসেন
    যথেষ্ট হয়েছে, এবার থামেন: ইশরাক হোসেন
  • ঢাবিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন যেভাবে
    ঢাবিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন যেভাবে
  • গ্রন্থাগারে ৯৮ বছর পর বই ফেরত
    গ্রন্থাগারে ৯৮ বছর পর বই ফেরত
  • অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি
    অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি
  • বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম বদলে হল শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
    বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম বদলে হল শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
  • এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
    এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
  • পুলিশের সামনেই কাবাডি খেলোয়াড় স্বামীকে ঘুষি বক্সার স্ত্রীর
    পুলিশের সামনেই কাবাডি খেলোয়াড় স্বামীকে ঘুষি বক্সার স্ত্রীর
  • ‘হাফ-বয়েলড এগ’, ‘জোল’: আরও যেসব নতুন শব্দ পেল অক্সফোর্ড ডিকশনারি
    ‘হাফ-বয়েলড এগ’, ‘জোল’: আরও যেসব নতুন শব্দ পেল অক্সফোর্ড ডিকশনারি
  • ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে শোভাযাত্রা
    ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে শোভাযাত্রা
  • মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
    মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
  • পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস
    পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস
  • জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী সাহসিকা অ্যাওয়ার্ড
    জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী সাহসিকা অ্যাওয়ার্ড
  • রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
    রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • খরচ বাঁচাতে অফিসের শৌচাগারে বসবাস
    খরচ বাঁচাতে অফিসের শৌচাগারে বসবাস
  • পেঙ্গুইনদের উপরও ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিলেন ট্রাম্প
    পেঙ্গুইনদের উপরও ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিলেন ট্রাম্প
  • বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী চ্যানেল ট্যাপার
    বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী চ্যানেল ট্যাপার
  • বাইকে ৬৪ জেলা ভ্রমণে নেমেছেন কুবির রাফি
    বাইকে ৬৪ জেলা ভ্রমণে নেমেছেন কুবির রাফি
  • মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর
    মাইন খুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ইঁদুর
  • প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম
    প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম
  • ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা বসিয়ে মনিটর করতেন শিক্ষক
    ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা বসিয়ে মনিটর করতেন শিক্ষক
  • ‘হা’ করে বিশ্ব রেকর্ড
    ‘হা’ করে বিশ্ব রেকর্ড
  • ‌'ফ্লিপ বুক' এঁকে কিশোরের বিশ্ব রেকর্ড
    ‌'ফ্লিপ বুক' এঁকে কিশোরের বিশ্ব রেকর্ড
  • বাবা-মা হলেন শতবর্ষী কাছিম যুগল
    বাবা-মা হলেন শতবর্ষী কাছিম যুগল
  • কারাবন্দিদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু
    কারাবন্দিদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর কক্ষ চালু
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি কেড়ে নিতে যাচ্ছে অস্ট্রেলীয় ভার্সিটি
    শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি কেড়ে নিতে যাচ্ছে অস্ট্রেলীয় ভার্সিটি
  • সমালোচনার মুখে ঠিকাদারি লাইসেন্স ছাড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা
    সমালোচনার মুখে ঠিকাদারি লাইসেন্স ছাড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা
  • রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট
    রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট
  • হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন ড. ক্লাউস পুশেল
    হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন ড. ক্লাউস পুশেল
  • ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
    ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
  • উড়ন্ত আইসিইউ: কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আছে যত সুবিধা
    উড়ন্ত আইসিইউ: কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আছে যত সুবিধা
  • ২৭ সেকেন্ডে বার্গার বানাচ্ছে রোবট
    ২৭ সেকেন্ডে বার্গার বানাচ্ছে রোবট
  • লাফ দিয়ে অস্কারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
    লাফ দিয়ে অস্কারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
  • আগ্রাসী ইউক্যালিপটাস, আকাশমনি নিষিদ্ধ
    আগ্রাসী ইউক্যালিপটাস, আকাশমনি নিষিদ্ধ
  • চুলে ঝুলে বিশ্ব রেকর্ড
    চুলে ঝুলে বিশ্ব রেকর্ড
  • ‘ফু জাই’ নামে কুকুরের চার লাখ অনুসারী
    ‘ফু জাই’ নামে কুকুরের চার লাখ অনুসারী
  • ৩৫ দিন দৌড়ে অস্ট্রেলিয়া পাড়ি
    ৩৫ দিন দৌড়ে অস্ট্রেলিয়া পাড়ি
  • ১০ হাজার ৫শ বছর আগের নারী
    ১০ হাজার ৫শ বছর আগের নারী
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
    ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
  • নতুন বাংলাদেশে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
    নতুন বাংলাদেশে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • যুক্তরাষ্ট্রের জাহাজে পাওয়া গেল রহস্যময় জীবন্ত কালো বস্তু
    যুক্তরাষ্ট্রের জাহাজে পাওয়া গেল রহস্যময় জীবন্ত কালো বস্তু
  • ৯৮৫ ফুট নিচে লুকানো এক প্রাচীন জগতের উন্মোচন
    ৯৮৫ ফুট নিচে লুকানো এক প্রাচীন জগতের উন্মোচন
  • গসিপ : ‘পাপ’ না প্রয়োজন
    গসিপ : ‘পাপ’ না প্রয়োজন
  • কুকুরের বিশ্বরেকর্ড! এক মিনিটে ১১টি বোতলের ঢাকনা খুলে তাক লাগাল ‘জেরি’
    কুকুরের বিশ্বরেকর্ড! এক মিনিটে ১১টি বোতলের ঢাকনা খুলে তাক লাগাল ‘জেরি’
  • কে এই তরুণ ডিপ্লোম্যাট ড. নাজমুল
    কে এই তরুণ ডিপ্লোম্যাট ড. নাজমুল
  • নীল তিমির নীরবতা : সমুদ্রজীবনের পরিবর্তনের সতর্ক সংকেত
    নীল তিমির নীরবতা : সমুদ্রজীবনের পরিবর্তনের সতর্ক সংকেত
  • প্রেম : প্রেরণার উৎস, আবার হতাশার কারণ
    প্রেম : প্রেরণার উৎস, আবার হতাশার কারণ
Logo