প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ মার্চ , ২০২৫
রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ১৪টি স্থানের নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব স্থাপনা ও স্থানের নাম পরিবর্তনের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।
ভারতের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অন্যায্য সম্পর্ক এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে ফেসবুকে লেখায় তার এই পরিণতি হয়েছিল বলে মনে করেন অনেকে।
আবরার ফাহাদের নামে পাওয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পরিবর্তন এল ঢাকার এই গুরুত্বপূর্ণ এলাকার। ১৯৭১ সালে স্বাধীনতার আগে এ স্থানের নাম ছিল জিন্নাহ অ্যাভিনিউ।
অন্যান্য এলাকার নাম পরিবর্তনের কথা জানিয়ে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশুপার্ক কলাবাগান শিশুপার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশুপার্ক যাত্রাবাড়ী শিশুপার্ক হিসেবে নাম হবে।
এ ছাড়া মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটরিয়াম নগরভবন অডিটরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে এবং মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উল্লিখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলো পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে।