আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২২ এপ্রিল , ২০২৫
আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি বড় ধাক্কা খেতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত হয়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় তাকে দেওয়া ডক্টরেট অব ল’ ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে।
জুলাই-অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ এবং ক্ষমতায় থাকাকালে গুমের অভিযোগের কারণে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এএনইউ অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটি পুনর্বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার ব্যাপক পর্যালোচনা শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান না তারা।
রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই বিষয়টি সামনে এল। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অন্তত ১৪শ’ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ হাজার।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, শেখ হাসিনার অধীনে সামরিক বাহিনীকে কারফিউ কার্যকর করতে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর ‘সামরিক অস্ত্র’ ব্যবহারের তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে।
ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়, এএনইউ এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করলে তা হবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, “সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই।”
তিনি আরও বলেন, “কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে।”
জুলাই বিপ্লবে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পর জনরোষের মুখে গত ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন থেকে সেখানে লুকিয়ে আছেন তিনি। বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করেছে।