প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৮ মে , ২০২৫
চুলে ঝুলে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সার্কাসশিল্পী লাইলা নুন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইতে নিজের নাম লেখাতে ২০২৪ সালের জুনে ক্যালিফোর্নিয়ার মনোরম রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে তার পনিটেইলে ২৫ মিনিট ১১ দশমিক ৩০ সেকেন্ড ঝুলে ছিলেন।
লাইলা নুন গত বছর এই কাজ করলেও চলতি বছরের ১৩ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার রেকর্ড গড়ার খবরটি প্রকাশিত হয়।
এর আগে, ২০১১ সালে অস্ট্রেলিয়ার সুথাকরণ সিবাজ্ঞানাথুরাই ২৩ মিনিট ১৯ সেকেন্ড চুলে ঝুলে থেকে ওই রেকর্ড গড়েছিলেন। ১৩ বছর পর তার রেকর্ডই ভাঙেন ৩৯ বছর বয়সী লাইলা।
এই রেকর্ড ভাঙতে তিনি দুই বছর টানা কঠোর অনুশীলন করে গেছেন।
লাইলা নুন বলেন, মানুষ নিজের মানসিক শক্তি ব্যবহার করে কী কী করতে পারে, তা প্রমাণ করতেই তিনি শক্তির এই অসাধারণ প্রদর্শনের আয়োজন করেছেন। চুলে ঝুলে থাকার সময় লাইলার বন্ধুরা গিটার বাজিয়ে তাকে উৎসাহ দিয়ে গেছেন।
লাইলা নুন একজন আমেরিকান নিনজা যোদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েক হাজার অনুসারী রয়েছে।