প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান ছাত্র সংগঠনগুলোর চলমান দ্বদ্বের অবসান
চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেছেন, “যথেষ্ট হয়েছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসভিত্তিক
আধিপত্য বিস্তার হতে পারে না।…. আদর্শ অনুসরণ করতে পারলে করেন, না হলে বন্ধ করেন।”
ছয়মাসের স্নায়ুযুদ্ধ শেষে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। আবার সিলেট এমসি কলেজে নিজেদের সমালোচক
এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের কর্মীদের বিরুদ্ধে।
খুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব ঘটনা নিয়ে ছাত্রদল, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের কর্মীদের বাগ্বিতণ্ডা এখন প্রকাশ্যে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ফেইসবুকে মতামত প্রকাশ করেন বিএনপির এই তরুণ
নেতা।
তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না; সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে। ছাত্ররাজনীতির অঙ্গনে ইতিমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলো সহ্য করার পর এখন এগুলো দেখতে চাই না।
“ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন, না হলে বন্ধ করেন,” বলেন ইশরাক।
ইশরাকের ওই পোস্টে ১৫ ঘন্টায়
প্রায় এক লাখ মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে। ছয় হাজার মানুষ ওই পোস্ট শেয়ার করেছে এবং
১০ হাজার মানুষ তাদের মতামত জানিয়েছে।
অধিকাংশ মানুষই এই ধরনের
অবস্থানের জন্য সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলেকে সাধুবাদ জানিয়েছেন।