প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ নভেম্বর , ২০২৫
ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল)–এর এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। খবর পাওয়া মাত্রই সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে কোনো হতাহতের ঘটনাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় তারা হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।