প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ নভেম্বর , ২০২৫
টিএফআই ও জেআইসিতে গুম এবং নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেয়। বেঞ্চের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
কার্যক্রম শুরু হলে জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব নেওয়ার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর ১৩ কর্মকর্তা ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের কড়া নিরাপত্তা জোরদার করা হয়।