নিউজ ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
বিবাহবিচ্ছেদের মামলা চলছে ভারতের প্রাক্তন কাবাডি খেলোয়াড় দীপক নিবাস হুডা ও তার বক্সার স্ত্রী সুইটি বুরার মধ্যে। সেই মামলা নিয়েই থানায় ডাকা হয়েছিল তাদের।
সেখানেই পুলিশের সামনে দীপককে ঘুষি মারেন সুইটি। সুইটিকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার পুলিশ স্টেশনে সম্প্রতি এ ঘটনা ঘটার খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। দীপক ও সুইটি ছাড়াও সেখানে তাদের পরিবারের সদস্যরা ছিলেন।
ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সকলে চেয়ারে বসে কথা বলছেন। হঠাৎই ঝগড়া শুরু হয়। তখনই চেয়ার ছেড়ে উঠে দীপককে ঘুষি মারেন সুইটি। তিনি অবশ্য পাল্টা কিছু করেননি।
সঙ্গে সঙ্গে পরিবারের বাকিরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। ছুটে আসেন পুলিশকর্মীরা। তবে সুইটিকে সামলাতে হিমশিম খেতে হয় তাদের। তিনি চিৎকার করছিলেন দীপকের উপর। দীপক অবশ্য নিজের চেয়ারে চুপচাপ বসেছিলেন।
বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সুইটির সঙ্গে ২০২২ সালে বিয়ে হয় ভারতের কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপকের। তবে বেশি দিন একসঙ্গে থাকেননি তারা।
দীপকের বিরুদ্ধে অনেক অভিযোগ সুইটির। তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। দীপকের বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগও দায়ের করেছেন সুইটি। তার অভিযোগ, ৪৫ দিন হয়ে গেলেও হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান কোনও ব্যবস্থা নেননি। উল্টে তার বাবা মহেন্দ্র সিংহ ও মামা সত্যবানের বিরুদ্ধে দীপককে মারধরের মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে।
সুইটির অভিযোগ, বিয়ের চার দিন পরেই তাদের কাছে আড়াই কোটি টাকার একটি গাড়ি চান দীপক। তার বাবা ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি গাড়ি জামাইকে উপহার দেন। তার পরেও পণের চাপ কমেনি। দীপক তাকে মারধর করতেন বলেও অভিযোগ সুইটির। চাপে পড়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন সুইটি।
হিসারের পুলিশ সুপার শশাঙ্ক বলেছেন, ঘটনার তদন্ত চলছে। সেই কারণেই এখনও কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত হওয়ার পরে পদক্ষেপ করবেন তারা। সুইটির অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি দীপক।