প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ নভেম্বর , ২০২৫
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় মোট ৪০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd থেকে দেখা যাবে।
এর আগে, বুধবার রাতেই ৪৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে ১৮০৭ জন প্রার্থীকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহীদের জন্য নতুন ধাপ শুরু হলো। এবার যারা উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।