প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি , ২০২৫
সব প্রতিষ্ঠানেরই রয়েছে নিজস্ব কিছু নিয়ম। পছন্দ হোক বা না হোক, সেগুলো মানতে হয় কর্মীদের। এবার কর্মীদের ‘অদ্ভুত’ এক শর্ত দিয়ে আলোচনায় এসেছে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানদংয়ের ‘দ্য সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ’। প্রতিষ্ঠানটি অবিবাহিত কর্মীদের বিয়ে করতে সময়সীমা বেঁধে দিয়েছে।
প্রতিষ্ঠানটির নোটিশে বলা হয়েছে, ‘যদি কোনো অবিবাহিত বা তালাকপ্রাপ্ত কর্মী সেপ্টেম্বরের মধ্যে বিয়ে না করেন, তাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।’ বিয়ের বিষয়ে উৎসাহিত করতে চীন সরকার গৃহীত নীতির কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ‘দ্য সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ’-এ কাজ করেন ১ হাজার ২০০ জনের বেশি কর্মী। প্রতিষ্ঠানটি তাদের ২৮ থেকে ৫৮ বছর বয়সী সব অবিবাহিত ও তালাকপ্রাপ্ত কর্মীকে বিয়ে করে ‘স্থিতিশীল জীবনযাপন’ শুরু করতে নোটিশ দিয়েছে।
নোটিশে বলা হয়েছে, যারা মার্চের মধ্যে বিয়ে করতে পারবেন না, তাদের আত্মসমালোচনামূলক চিঠি লিখতে হবে। জুনের মধ্যে বিয়ে না করলে তাদেরকে ‘মূল্যায়ন’ করা হবে এবং সেপ্টেম্বরের মধ্যে অবিবাহিত থাকলে ছাঁটাই করা হবে।
নোটিশে আরও বলা হয়েছে, ‘বিয়ে করার জন্য সরকারের আহ্বানে সাড়া না দেওয়া আনুগত্যের অভাব। আর পিতামাতার কথা না শোনা অসম্মান। নিজেকে অবিবাহিত রাখা অনুদারতা এবং সহকর্মীদের প্রত্যাশা পূরণ না করা হলো অন্যায়।’