জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৯ নভেম্বর , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নারী আবাসিক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে বাম, আদিবাসী ও স্বতন্ত্রের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের ‘রোকেয়া পর্ষদ’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটায় হলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জানানো হয়, আপাতত পাঁচটি পদে প্যানেল ঘোষণা করা হলেও বাকি শূন্য পদগুলো পরে ঘোষণা করা হবে।
ঘোষিত প্যানেলে—
সহসভাপতি (ভিপি) : খাদিজা তুল কুবরা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (২০২০–২১)
সাধারণ সম্পাদক (জিএস) : জান্নাতুল ফেরদৌস নাদিয়া, নাট্যকলা বিভাগ (২০২২–২৩)
ক্রীড়া সম্পাদক : মুনা সুলতানা (২০২২–২৩)
সংস্কৃতি সম্পাদক : রেমি চাকমা, নাট্যকলা বিভাগ (২০২২–২৩)
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : মাছাইং মারমা, মার্কেটিং বিভাগ (২০২২–২৩)
ভিপি পদপ্রার্থী খাদিজা তুল কুবরা বলেন, “আমাদের হলে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নেই, নেই মেডিকেল সেন্টার ও পর্যাপ্ত বিনোদন সুবিধা। ভেন্ডিং মেশিনও পর্যাপ্ত নয়। শিক্ষার্থীদের এসব বৈধ দাবির ভিত্তিতে আমরা কাজ করার অঙ্গীকার করছি।”