নিউজ ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২ এপ্রিল , ২০২৫
বক্তৃতা শুরু হয়েছে সোমবার সন্ধ্যা ৭টায়; এরপর রাত গড়িয়ে মঙ্গলবার সকাল হয়েছে, পার হয়েছে দুপুর-বিকেল। এর মধ্যে কোনো বিরতি নেননি বক্তা, এমনকি ওয়াশরুমের বিরতিও নয়। শেষমেশ মঙ্গলবার রাত ৮টা ৬ মিনিটে ক্ষান্ত দিলেন তিনি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টার বেশি সময় ধরে বক্তৃতা দিয়েছেন ডেমোক্রেট সিনেটর কোরি বুকার; এর মধ্য দিয়ে তিনি ভেঙ্গেছেন সিনেটে দীর্ঘ বক্তৃতার সাত দশক আগের রেকর্ড।
তার আগে ২৪ ঘন্টা ১৮ মিনিটের লম্বা বক্তৃতার রেকর্ড ছিল সিনেটর স্ট্রম থারমন্ডের; ১৯৫৭ সালে সিভিল রাইটস অ্যাক্টের বিরুদ্ধে ছিল তার ওই বক্তৃতা।
যুক্তরাষ্ট্রের সিনেটে কোনো নির্দিষ্ট আইন পাশের ভোটাভুটিকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দিতে বা বাধাগ্রস্ত করতে এমন লম্বা বক্তৃতার আশ্রয় নেন সিনেটররা; সংসদীয় ভাষায় যেটা ‘ফিলিবাস্টার’ নামে পরিচিত।
সোম ও মঙ্গলবার নিউ জার্সির সিনেটর কোরি বুকারের বক্তৃতা ‘ফিলিবাস্টার’ ছিল না। তবে, এটা রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটের কার্যক্রমকে ধমকে দিয়েছিল।
এ ধরনের বক্তৃতার নিয়ম হলো, বক্তাকে অবশ্যই পুরো সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং নিতে পারবেন না বাথরুম বিরতিও।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসাবে ম্যারাথন বক্তৃতাটি দিয়েছেন কোরি বুকার। ধনকুবের ইলন মাস্ককে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিচ্ছেন, তার ফলে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ’ সময় পার করছে বলে মত দেন তিনি।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে বক্তৃতার শুরুতে কোরি বুকার বলেছেন, শরীর যতক্ষণ সায় দেবে, ততক্ষণ কথা বলে যাবেন তিনি।
৫৫ বছর বয়সি ডেমোক্রেট সিনেটর বক্তৃতার কিছু সময় পার করেন এলাকার ভোটারদের থেকে পাওয়া চিঠি পড়ে শুনিয়ে; ট্রাম্পের নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও কষ্টের মুখে পড়ার কথা ওই চিঠিগুলোতে লিখেছেন তারা।
এক সময়ের ফুটবল খেলোয়াড় বুকার সময় পার করার জন্য খেলাধুলা নিয়েও কথা বলা বলেন। আবৃত্তি করেন কবিতা এবং সিনেটর সহকর্মীদের প্রশ্নেরও উত্তর দেন।
দাস এবং দাসপ্রভু-- উভয় উত্তরাধিকার বহন করার কোরি বুকার নিজের শেকড়ের কথাও সবিস্তারে তুলে ধরেন বক্তৃতায়।
১৯৫৭ সালে শেতাঙ্গ ও কৃষাঙ্গদের জন্য আলাদা ব্যবস্থা রাখার পক্ষে সিনেটর থারমন্ডের বক্তৃতার দিকে ইঙ্গিত করে এই আফ্রিকান-আমেরিকান বলেন, “আমি আজ এখানে, কেননা তিনি ছিলেন অনেক ক্ষমতাশালী ব্যক্তিত্ব; আর জনগণ তারচেয়েও বেশি ক্ষমতাশালী।”
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগের রেকর্ড ভেঙ্গে দেওয়ার পর বুকার হাসতে হাসতে বলেন, ‘জৈবিক প্রয়োজনের কারণে’ হয়ত তাকে কিছু সময়ের মধ্যে চলে যেতে হবে।
সিনেটর সহকর্মীদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নিজের চোয়ালকে কিছুটা বিশ্রাম দিতে পেরেছিলেন কোরি বুকার। সিনেটে সংখ্যালঘু দলনেতা ডেমোক্রেট চাক শুমার, সিনেটর ডিক ডারবিন এবং সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড ছিলেন ওই প্রশ্নকারীদের তালিকায়।
এমন এক সময়ে কোরি বুকার প্রতিবাদী বক্তৃতাটি দিলেন, যখন হোয়াইট হাউজ, সিনেট এবং প্রতিনিধি পরিষদ-- সবখানে ক্ষমতার বাইরে ডেমোক্রেটরা। সে কারণে তাকে পেছন থেকে সমর্থন দিয়ে গেছেন ডেমোক্রেটরা।
দ্বিতীয় মেয়াদে সিনেটরের দায়িত্ব পালন করা কোরি বুকার ২০২০ সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ২০২০ সালে প্রাইমারি ডিবেটে আগেই থেমে যেতে হয় তাকে।
তবে, এই সময়ে এসে পুরোনো নেতাদের উপর হতাশ ডেমোক্রেটরা নতুন প্রজন্মের নেতা খুঁজছেন। এই বক্তৃতার মধ্য দিয়ে নেতৃত্বের সেই দৌড়ে নিজের অবস্থান পোক্ত করে নিলেন কোরি বুকার।
সিনেটের বর্তমান সদস্যদের মধ্যে লম্বা বক্তৃতার রেকর্ড তিন ঘন্টা আগেই পার করেছিলেন বুকার। ২০১৩ সাল থেকে এই রেকর্ড ছিল টেক্সাস সিনেটর টেড ক্রুজের। ‘ওবামাকেয়ার’ ঠেকানোর উদ্দেশ্যে ওই ২১ ঘন্টা দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন তিনি।
কোরি বুকারের বক্তৃতার প্রতিক্রিয়ায় টেড ক্রুজ সিবিএস নিউজকে বলেছেন, ফিলিবাস্টার ব্যাপক শারীরিক চ্যালেঞ্জের ব্যাপার। নিজের বক্তৃতার জন্য আরামদায়ক জুতো পরেছিলেন তিনি এবং পানি পান করেছেন খুবই কম। যেটাকে তিনি মজা করে বলেছিলেন, ‘ভেতরে কিছু ডুকবে না, বেরও হবে না’।