প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
অনেক অস্থিরতা ও নেতিবাচকতার মাঝে একটি টুকটুকে লাল চাঁদের আভা রাতের পৃথিবীকে রাঙাতে চলেছে- এমন একটি দৃশ্য দেখা যাবে।
বিরল এই দৃশ্য বৃহস্পতিবার ও শুক্রবার পৃথিবীর একটা অংশজুড়ে দেখা দেবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে।
প্রথম আলো বলছে, রাতের আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য। বৃহস্পতিবার ১৩ ও আগামীকাল শুক্রবার ১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এ সময় গাঢ় তাম্রবর্ণ ধারণ করবে চাঁদ। একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’ বা ‘রক্তিম চাঁদ’। তবে পৃথিবীর সব স্থান নয়, এবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে শুধু পশ্চিম গোলার্ধ থেকে।
পূর্ণ চন্দ্রগ্রহণ কী
পৃথিবী যখন চাঁদ ও সূর্যের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছানোর আগে পৃথিবীর ওপর বাধা পায় এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের পৃষ্ঠের ওপর, এ সময় চন্দ্রগ্রহণ হয়। এই চন্দ্রগ্রহণের প্রধানত তিনটি ধরন রয়েছে। সেগুলো হলো— পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
চাঁদ কেন লাল দেখায়
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল বা কমলা রং ধারণ করে। এই চন্দ্রগ্রহণের সময় সূর্যের যেটুকু আলো চাঁদে পৌঁছায়, সেই আলো প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে। এই অতিক্রমের সময় বায়ুমণ্ডলের ধূলিকণা, পানির কণা ও গ্যাসের সঙ্গে ধাক্কা খায় সূর্যের আলো। এর ফলে ‘রেইলি বিচ্ছুরণ’–এর ঘটনা ঘটে।
রক্তিম চন্দ্রগ্রহণ কখন হবে
এবারের চন্দ্রগ্রহণ পশ্চিম গোলার্ধের বেশির ভাগ অঞ্চল থেকে দেখা যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা পুরো চন্দ্রগ্রহণ অবলোকন করতে পারবেন। গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে নিচের সময় অনুযায়ী—
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৩টা ৫৭ মিনিট।
আংশিক চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৫টা ৯ মিনিট।
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: গ্রিনিচ মান সময় ৬টা ২৬ মিনিট।
সর্বোচ্চ গ্রহণ (এ সময় সবচেয়ে গাঢ় লাল রঙের চাঁদ দেখা যাবে): গ্রিনিচ মান সময় ৬টা ৫৮ মিনিট।
পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৭টা ৩১ মিনিট।
আংশিক চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৮টা ৪৭ মিনিট।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শেষ: গ্রিনিচ মান সময় ৯টা ৫৯ মিনিট।