আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেভাবে শত্রু-মিত্র সবার উপর শুল্ক আরোপ করছেন, কেউ কেউ মজাচ্ছলে বলছিলেন— তিনি হয়ত নিজের ক্ষেত্রেও এমন পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন!
তবে, এই দফায় বুধবার নিজের উপর শুল্ক তিনি বসাননি। কিন্তু যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, সেটি নিজের উপর শুল্ক বসানোর চেয়েও এক কাঠি সরেস!
বুধবার আরোপিত সর্বগ্রাসী এই শুল্ক থেকে ট্রাম্প বাদ দেননি পেঙ্গুইনদেরও; হিমশীতল এলাকার ওই অধিবাসীদের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিয়েছেন তিনি।
বিষয়টি কাল্পনিক মনে হলেও এক খবরে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানাচ্ছে, সত্যি সত্যি এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ট্রাম্প।
বুধবার বিশ্বের যে ১৮৫টি স্থানের উপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি, তার মধ্যে রয়েছে ‘হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ডস আইল্যান্ড’।
অ্যান্টার্কটিকের ওই দ্বীপে কোনো মানুষের বসতি নেই; আছে শুধু পেঙ্গুইন আর সিল। ওই দ্বীপ এলাকা অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড।
বুধবার বিশ্বব্যাপী শুল্ক আরোপের যুক্তি দিয়ে ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, এর মাধ্যমে আমেরিকার অর্থনীতি বিকশিত হবে। এখন দেখার বিষয়, পেঙ্গুইনদের কাছ থেকে কীভাবে শুল্ক তোলেন ট্রাম্প!