প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ ফেব্রুয়ারি , ২০২৫
উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন রোববার বিকালে বেশ মাথাচাড়া দিয়েছিল।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পক্ষ থেকে রাতে কয়েকটি গণমাধ্যমের কাছে পদত্যাগের বিষয়টি নাকচ করার পর পরিস্থিতি আপাতত স্থির হয়েছে।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন। সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও আইসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম মন্ত্রণালয় ছেড়ে এসে দলের হাল ধরবেন।
এমন আলোচনা গত একমাস ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। নাহিদ পদত্যাগের বিষয়টি বিবেচনায় রেখেছেন। তবে শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন না।
জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, “নাহিদ মন্ত্রণালয় ছেড়ে এসে দলের হাল ধরলে তারা স্বাগত জানাবেন। তবে এবিষয়ে নাহিদের সাঙ্গে কোনো জোরাজুরি নেই। তিনি চাইলে এখনই দলে আসতে পারেন, আবার চাইলে পরেও আসতে পারেন।”
এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে গিয়েছিলেন নাহিদ। ফেরার সময় গাড়ির পতাকা নামিয়ে ফিরছিলেন- এমন দাবি করে কয়েকটি গণমাধ্যমে খবর ছেড়েছে- নাহিদ অবশেষে পদত্যাগ করেছেন।
এদিকে বিষয়গুলো সামনে আসার পর এনিয়ে গত এক সপ্তাহ ধরে মন্তব্য করা থেকে বিরত আছেন উপদেষ্টা নাহিদ। তবে তার ঘনিষ্ট পক্ষগুলো বলছেন- সোম-মঙ্গলবারের কোনো এক সময়ে নাহিদ হয়তো পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।
তবে পদত্যাগ না করে আপাতত সরকারে ভূমিকা রাখার বিষয়েও একটি পক্ষের সমর্থন রয়েছে।