আকাশ আল মামুন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৬ এপ্রিল , ২০২৫
মোটরসাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণের প্রত্যয়ে যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি।
মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফি কুবির ট্রাভেলার্স সোসাইটির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১ এপ্রিল) কুমিল্লা সার্কিট হাউস থেকে এই বিশেষ যাত্রার সূচনা করেন। বর্তমানে ২৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন তিনি।
রাফি ২০২০ সাল থেকেই বাইক রাইডিংয়ের সঙ্গে যুক্ত। ২০২১ সালের ১৬ ডিসেম্বর তিনি টেকনাফ থেকে তেতুলিয়া বাইক রাইড সম্পন্ন করেন।
নিজের অভিজ্ঞতা সম্পর্কে রাফি বলেন, “আমি ২০২০ সাল থেকে বাইক রাইডিং করি। রাইডারদের কিছু স্বপ্ন থাকে—আমার টিটি (টেকনাফ থেকে তেতুলিয়া) ভ্রমণ তার একটি। এবার ৬৪ জেলার উদ্দেশ্যে বের হয়েছি।”
দীর্ঘ ভ্রমণে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “রাতে থাকার বিষয়টি একটু কষ্টকর। তবে আমাদের বাইকারস কমিউনিটি থাকা ও খাওয়ার ব্যবস্থায় সহযোগিতা করছে।”
এই দীর্ঘ যাত্রায় রাফির সঙ্গে আছেন তার গ্রুপের অ্যাডমিন। আগামী ১৪ এপ্রিলের মধ্যে—এই অভিযান সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, “পরবর্তীতে ভারতের লাদাখ ভ্রমণের ইচ্ছা আছে।”