প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ ফেব্রুয়ারি , ২০২৫
দেশের সব জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আগের তুলনায় অর্ধেকেরও কম ভাড়ায় অনুষ্ঠান করার সুযোগ পাবেন সাংস্কৃতিককর্মী ও সংগঠকরা।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ভাড়া নির্ধারণের খবর জানানো হয়।
একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, গত ১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিষদ সভায় আলোচনা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জেলা পর্যায়ে মিলনায়তন ভাড়া দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এক বেলা (৮ ঘণ্টা) হিসেবে স্প্লিট এসি সম্বলিত ৫০০ বা ৩০০ এর বেশি আসনের মিলনায়তনের ভাড়া হবে ৩ হাজার টাকা, যা আগে প্রথম তিন ঘণ্টার জন্য ৬ হাজার টাকা ছিল।
এছাড়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসিওয়ালা ৫০০ বা ৩০০ আসনের মিলনায়তন ভাড়া ১ শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে, যা আগে প্রথম তিন ঘণ্টার জন্য ৭ হাজার টাকা ছিল।
একই সঙ্গে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে এক শিফটের জন্য ৪ হাজার টাকা ভাড়া ঠিক হয়েছে, যা আগে প্রতি ৩ ঘণ্টায় ৫ হাজার টাকা ছিল।
মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে ভাড়া আগের তুলনায় অর্ধেকে নেমে আসবে বলে শিল্পকলা একাডেমির ভাষ্য।
মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, “বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানোর বিষয়টি উঠে আসে। সে প্রেক্ষিতে জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে।
“আমরা মনে করেছি যে, আমাদের লাভ করা বা আয়বৃদ্ধি করা জরুরি নয়। শতকরা ১০০ ভাগ ব্যয় করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা নিও লিবারেল ব্যবস্থার দিকে অগ্রসর হতে চাই না।”
জামিল বলেন, “রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমিয়ে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয়বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।”