জাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২১ নভেম্বর , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য নির্মিত ছয়টি ১০তলা আবাসিক হলে ভূমিকম্পের পর নতুন করে ফাটল দেখা দিয়েছে। মেঝে, দেয়াল, সিঁড়ি ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ায় শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহুদিন থেকেই এসব হল নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ ছিল, ভূমিকম্পের পরের পরিস্থিতি তা আবারও স্পষ্ট করেছে।
শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলে বড় ধরনের ফাটল দেখা যায়। পাশাপাশি পুরনো ভাসানী ও মীর মোশারফ হোসেন হলের কিছু অংশে পলেস্তারা খসে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বেরিয়ে আসে এবং দীর্ঘ সময় বাইরে অবস্থান করে।
কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী সৌরভ বলেন, “হঠাৎ ভবনটি প্রায় ১৫ সেকেন্ড ধরে কাঁপতে থাকে। সিঁড়িতে প্রচণ্ড ভিড় তৈরি হয়, সবাই আতঙ্কে চিৎকার করছিল। পরে নিচে নেমে ভবনের দেয়ালে ফাটল দেখে ভয় আরও বেড়ে যায়।”
একই হলের শিক্ষার্থী নিরাজ জানান, নতুন ভবন হওয়া সত্ত্বেও বর্ষায় লিফটের ভেতর পানি পড়ে ‘কৃত্রিম ঝর্ণার’ মতো অবস্থা তৈরি হয় এবং করিডরের পানি রুমে ঢুকে যায়। তার মতে, সঠিক পরিকল্পনার অভাব ও অনিয়মের কারণেই এসব ত্রুটি দেখা দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “নতুন হলগুলোর নির্মাণে দুর্নীতি ও অনিয়ম ছিল, যা এখন দৃশ্যমান। প্রাথমিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং প্রকৌশল বিভাগকে জরুরি ভিত্তিতে ভবনগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।