স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে কয়েকটি নতুন নিয়ম যুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তনের নিয়ম।
প্রথম পাঁচটি ম্যাচে এই নিয়ম প্রয়োগ না হলেও বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এটি কার্যকর হয়।
গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারের পর আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের অনুরোধ জানান, যা আম্পায়াররা গ্রহণ করেন।
নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে বল করা দল দশ ওভারের পর একবার বল বদল করার আবেদন করতে পারবে আম্পায়ারের কাছে। আম্পায়ার পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় বলের জন্য অনুমোদন দেবেন।
এই সুবিধা নেয়া যাবে শুধু রাতের ম্যাচগুলোয়। বিকেলের ম্যাচে শিশিরের সমস্যা না থাকার কারণে এই নতুন নিয়ম কার্যকর হবে না।
নতুন করে নেয়া বলে শুরু থেকে ব্যবহৃত বলের মতোই ছেড়াফাটা থাকতে পারে, তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ আম্পায়ারের।
অর্থাৎ বোলিং দল বল নেয়ার আবেদন করতে পারলেও বল বেছে নেয়ার ক্ষেত্রে তাদের কোনো অধিকার থাকবে না।
আইপিএলে রাতের ম্যাচগুলোতে অনেক মাঠেই শিশির একটা বড় প্রভাবক। যে কারণে সমান শক্তির দুই দল মুখোমুখি হলে কে আগে ব্যাট করবে কে পরে- সেখানেই খেলার ফলাফল অনেকে নিশ্চিত হয়ে যান।
যেমন শিশির বেশি থাকলে পরে ব্যাট করা দল সুবিধা পাবেই। কারণ বোলারদের বল গ্রিপ করতে যেমন সমস্যা হয়, একইভাবে ফিল্ডারদের জন্য বল ধরাও কঠিন হয়ে যায়।
বুধবার রাজস্থান দল শুকনো বল নিয়ে কলকাতার বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল। তবে সেই কৌশল কাজে আসেনি। বল বদলের পর মাত্র ৯ বলের মধ্যেই কলকাতা ম্যাচ জিতে নেয়।