প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ নভেম্বর , ২০২৫
ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন নেভাতে মোট ১৬টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রাজধানীর অভিজাত গুলশান ও বনানীর পাশেই প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজার ঘর রয়েছে। এখানকার ঘরগুলো টিন, বাঁশ ও কাঠ দিয়ে গায়ে-গা লাগিয়ে নির্মিত হওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি। প্রায়ই বড় ধরনের আগুনের ঘটনা ঘটে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারির রাতে বস্তিটির একাংশে আগুন লেগে ডজনখানেক ঘর পুড়ে যায়। এর আগে গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল কড়াইল বস্তি। ফায়ার সার্ভিসের বক্তব্য, সংকীর্ণ সড়কের কারণে তাদের গাড়ি বস্তিতে প্রবেশে সবসময়ই চ্যালেঞ্জের মুখে পড়ে।