আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ মার্চ , ২০২৫
কথায় আছে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’। কিন্তু গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রকৃতির গতি যেন উল্টো দিকে।
নিউ ইয়র্কের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে দেশটি থেকে ২২ শতাংশ প্রজাপতি বিলুপ্ত হয়েছে। অর্থাৎ মোট প্রজাপতির সংখ্যার প্রায় এক-পঞ্চমাংশের বেশি কমে গেছে।
বিবিসি প্রতিবেদন বলছে, এক তৃতীয়াংশ প্রজাতি মারাত্মকভাবে কমেছে, জুলিয়া’স স্কিপারের মতো প্রজাতিরা তাদের সম্প্রদায়ের ৯০ শতাংশেরও বেশি হারিয়েছে।
গবেষকরা বলছেন, জরুরি ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হলে প্রজাপতিরা আগের অবস্থায় ফেরার সম্ভাবনা রয়েছে।
‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় প্রজাপতির ‘প্রাচুর্য’ দেখা হয়- যা সুনির্দিষ্ট এলাকায় একটি প্রজাতির সংখ্যা নির্দেশ করে। ৩৫টি পর্যবেক্ষণ কর্মসূচির ৭৬ হাজার জরিপ থেকে ১ কোটি ২৬ লাখ প্রজাপতি দেখা গেছে।
এর মধ্যে নর্থ আমেরিকান বাটারফ্লাই অ্যাসোসিয়েশনের ‘ফোর্থ অব জুলাই কাউন্ট’র মতো নাগরিক বিজ্ঞান কর্মসূচির উপাত্ত অন্তর্ভুক্ত রয়েছে। পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে তারা ৩৪২ প্রজাতির প্রজাপতি সংখ্যার প্রবণতা বোঝার চেষ্টা করে।
তাতে দেখা যায়, ৩৩ শতাংশ প্রজাতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে; আর ১০৭টি প্রজাতির ক্ষেত্রে কমার হার ৫০ শতাংশেরও বেশি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রজাতির মধ্যে রয়েছে ফ্লোরিডা হোয়াইট, হার্মিস কপার, টেইল্ড ওরেঞ্জ, মিচেল’স স্যাটার ও ওয়েস্ট ভার্জিনিয়া হোয়াইট- এই সব প্রজাতি যুক্তরাষ্ট্রে কমেছে ৯৮ শতাংশরেও বেশি করে।
গবেষকরা বলছেন, প্রজাতি সবচেয়ে বেশি কমছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যেটিকে অন্যতম উষ্ণ ও শুষ্কতম অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এই ক্ষতির পেছনে খরার বড় অবদান থাকতে পারে বলে তারা মনে করছেন।