রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৬ নভেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পাঁচটি ইলেকট্রনিক কার (ই-কার) চালু করা হয়েছে। বুধবার সকালে প্রশাসন ভবনের সামনে উপাচার্য সালেহ হাসান নকীব এই সেবার উদ্বোধন করেন। ই-কারগুলোর পুরো ব্যয় বহন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ই-কারগুলো শুধুমাত্র ক্যাম্পাসের ভেতরে চলাচল করবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও ভাড়া ও সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, ভাড়া ৫ থেকে ১০ টাকার মধ্যে থাকবে।
উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই রুয়ার নির্বাচিত সদস্যরা শিক্ষার্থীকল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে ই-কার সেবা চালুর উদ্যোগ তাদের সেই প্রচেষ্টার অংশ।
রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান জানান, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে ই-কারের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, রুয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সবসময় কাজ করবে।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুর ইশতেহারের অংশ হিসেবে পরিবহনব্যবস্থা সহজীকরণের দাবি রুয়ার কাছে জানানো হয়েছিল। রুয়া সেই প্রতিশ্রুতি পূরণ করায় শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলসহ রাকসু, হল সংসদ, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।