প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ মার্চ , ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে লেখা একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করেছে ইতালিয় দৈনিক ইল ফোগলিও। যা বিশ্বে প্রথম।
সাংবাদিকতাকে পুনর্জন্ম দিতে এমন পরীক্ষা চালিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানান ইল ফোইওর পরিচালক ক্লডিও সেরাসা ।
ইল ফোইও ইতালির বেশ পরিচিত পত্রিকা। এর প্রচারসংখ্যা ২৯ হাজার। পত্রিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারাই বিশ্বের প্রথম পুরো ছাপা সংস্করণের সংবাদগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে।
গত মঙ্গলবার ইল ফোইও চার পাতার দৈনিক এআই সংস্করণ ছাপা শুরু করে। একই সঙ্গে তা অনলাইনেও ব্যবহার করা হয়। এ চার পাতায় ২২টি খবর ও ৩টি সম্পাদকীয় প্রকাশ করা হয়।
পত্রিকাটির নিয়মিত সংস্করণের পাশাপাশি এআই সংস্করণ প্রকাশ করা হয়। এসব পাতায় খবরের মধ্যে ঠাঁই পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বক্তব্যের বিশ্লেষণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ফোনালাপ নিয়ে সম্পাদকীয়, ফ্যাশন দুনিয়ার খবরের মতো নানা বৈচিত্র্যময় খবর।
ইল ফোইওর পরিচালক ক্লডিও সেরাসা এআই নিয়ে পরীক্ষার বিষয়টি এএফপির কাছে তুলে ধরেন। তিনি বলেন, দুটি উদ্দেশ্যে এ পরীক্ষা চালানো হয়। একটি হচ্ছে তত্ত্বকে বাস্তবে রূপান্তরিত করা। অন্যটি হচ্ছে, নিজেদের পরীক্ষা করা এবং এআইর সীমা বোঝা। পাশাপাশি এর সুযোগ ও সীমাবদ্ধতাগুলো খতিয়ে দেখা।