ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৩ আগস্ট , ২০২৫
পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় তিন দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে এ জয় পেল ক্যারিবীয়রা।
মঙ্গলবার (১২ আগস্ট) ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট হাতে শুরুতেই ধসে পড়ে সফরকারী পাকিস্তান। জেইডেন সিলসের স্যুইং বোলিংয়ে ২৩ রানে প্রথম চার উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাবর আজমের দল। মাত্র ২৯.২ ওভার খেলেই ৯২ রানে অলআউট হয় তারা। একাই ৬ উইকেট শিকার করে ম্যাচের ভাগ্য গড়ে দেন সিলস।
অধিনায়ক শেই হোপ ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৮তম সেঞ্চুরি। সিরিজে বল হাতে ৬ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সিলস।
এটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থবার ২০০ রানের বেশি ব্যবধানে জয়। পূর্ণ সদস্য দলের বিপক্ষে এর চেয়ে বড় জয়ের রেকর্ড তাদের আছে মাত্র একটি—২০১৪ সালে নিউজিল্যান্ডকে ২০৩ রানে হারানো।
সবশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে রিচি রিচার্ডসনের নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ৩৪ বছর পর সেই সাফল্য আবারও ফিরে এল ক্যারিবীয়দের হাতে।
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ী
সিরিজ : ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : শেই হোপ
ম্যান অব দ্য সিরিজ : জেইডেন সিলস