Logo
ঢাকা সোমবার , ১৫ ডিসেম্বর , ২০২৫
Logo

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২২ এপ্রিল , ২০২৫

শেয়ার করুনঃ
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পিছিয়ে ৬ মে

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন পিছিয়েছে। আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার (২২ এপ্রিল) এ সিদ্ধান্ত দেন। আদালত বলেছেন, সেদিন আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে।

সোমবার (২১ এপ্রিল) আজহারুলের করা আপিল শুনানির জন্য দিন নির্ধারণে আরজি জানান তার আইনজীবীরা। এর প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। এ দিন আপিলটি আদালতের কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে এ টি এম আজহারুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে এ টি এম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভের অনুমতি মঞ্জুর করে আদেশ দেন। সেই সঙ্গে পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়। পরে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়া হয়। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের জন্য গঠন করে অপরাধ ট্রাইব্যুনাল। 

এই বিচারের অংশ হিসেবে ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার করা হয় এটিএম আজহারকে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। কিন্তু ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ওই রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেছিলেন এ টি এম আজহারুল ইসলাম।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার
    পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার
  • আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
    আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
  • কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
    কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
  • পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
    পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
  • খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
    খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
  • শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
    শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Logo