স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৮ নভেম্বর , ২০২৫
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ইতিহাস গড়ে ভারতকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই এসেছে বহুল প্রতীক্ষিত এই জয়। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে জালের দেখা পান মোরসালিন—যা হয়ে ওঠে ম্যাচের একমাত্র ও নির্ণায়ক গোল।
এই জয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর দীর্ঘ ২১ বছরে কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল।
ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা চাপের মুখে থাকলেও ভারতীয়রা একাধিকবার আক্রমণে উঠেও গোল করতে ব্যর্থ হয়। এরপর একাদশে ফিরেই মোরসালিনের অসাধারণ ফিনিশে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।
২০ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে অসাধারণ সেভিং হেডে দলকে রক্ষা করেন হামজা চৌধুরী।
৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়েরা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি তপু ও বিক্রমকে হলুদ কার্ড দেখান।
প্রথমার্ধে দুই দল সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ভারত দুর্দান্তভাবে খেলায় ফিরলেও গোল মুখ খুঁজে পায়নি। নির্দিষ্ট সময়ে দুইবার ভালো সুযোগ পেলেও বাংলাদেশ রক্ষা পায়। ৭৮ মিনিটে দূরপাল্লার শট নেন তপু বর্মণ, তবে দুর্বল শটটি সহজেই রুখে দেন ভারতীয় গোলরক্ষক।
৮৩ মিনিটে ডি-বক্সে ভারতের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে বাংলাদেশ পেনাল্টির দাবি জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এই জয়ে বাছাইপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল বাংলাদেশ, যা দলকে নতুন আত্মবিশ্বাসও এনে দিল।