স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৯ সেপ্টেম্বর , ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিতের হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। ফলে নির্ধারিত সময়ে, অর্থাৎ ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা থাকছে না।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, “স্থগিতাদেশ বহাল থাকায় বোর্ডের নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই।”
এর আগে ২২ সেপ্টেম্বর বিসিবির তৎকালীন চার কাউন্সিলরের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশে বোর্ড সভাপতির ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা অন্তর্বর্তীকালীনভাবে স্থগিত করেছিলেন।
ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে সেদিনই বিষয়টি চেম্বার আদালতে ওঠে। পরে শুনানি মুলতবি রেখে তা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।
চেম্বার আদালত শুনানি শেষে আদেশ দেন, হাইকোর্টের স্থগিতাদেশ ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। পাশাপাশি আদালত নির্দেশ দেন, ২২ সেপ্টেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কয়টা পর্যন্ত কার্যক্রম চলেছে, তা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে অবহিত করতে হবে।