স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৮ অক্টোবর , ২০২৫
শেষ তিন বলে ১৭ রান দরকার ছিল বাংলাদেশের। রোমারিও শেফার্ডের চতুর্থ বলটি উড়িয়ে মারেন তাসকিন আহমেদ—শটটি ছক্কা হতে পারত, যদি না তার পা স্টাম্পে লেগে বেল পড়ে যেত। সেই সঙ্গে হিট আউটে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি–টোয়েন্টিতে ১৬ রানে হারতে হয় লাল–সবুজদের।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি যেন শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের নিঃশ্বাস আটকে রেখেছিল। গ্যালারি প্রায় ভরা, প্রতিটি চারে–ছক্কায় উচ্ছ্বাসে মুখর ছিল দর্শকরা। কিন্তু ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে সব আশা যেন ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে তোলে ৩ উইকেটে ১৬৫ রান। ইনিংসের শুরুতে সতর্ক থাকলেও ওপেনার শাই হোপ (৪৬*) ও অধিনায়ক রোভম্যান পাওয়েল (৪৪*) শেষদিকে ঝড় তোলেন। বিশেষ করে শেষ ৭ বলে চারটি ছক্কা মেরে দলের ইনিংসকে প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে যান পাওয়েল, যিনি এদিন খেলেন নিজের শততম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ছিলেন সবচেয়ে সফল বোলার—৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। রিশাদ হোসেন নেন ১টি উইকেট, আর স্পিনার নাসুম আহমেদ দেন মাত্র ১৫ রান ২ ওভারে।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল আশাব্যঞ্জক। তানজিদ হাসান আক্রমণাত্মক শুরু করলেও (৫ বলে ১৫) শেফার্ডের অসাধারণ ক্যাচে বিদায় নেওয়ার পরই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। লিটন দাস, সাইফ হাসান, শামীম হোসেন ও নুরুল হাসান—কেউই টিকতে পারেননি ক্রিজে। পাওয়ারপ্লেতে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় দল।
তাওহিদ হৃদয় ২৮ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ১২তম ওভারে আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় অতিথিদের হাতে। তখন ৪৮ বলে দরকার ছিল ৮৯ রান।
সেখান থেকে কিছুটা আশার আলো জ্বালান নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাঁদের ২৩ বলে ৪০ রানের জুটিতে সমীকরণ নেমে আসে শেষ ৪ ওভারে ৪৭ রানে। কিন্তু নাসুম (১৩ বলে ২০) আউট হওয়ার পর আবার থেমে যায় সেই গতি।
শেষদিকে রিশাদ (৩ বলে ৬) দ্রুত বিদায় নিলে দায়িত্ব পড়ে তাসকিনের কাঁধে। তিনিই আশা দেখিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হিট আউটে আউট হয়ে দলের হারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, অ্যাথানেজ ৩৪, কিং ৩৩; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০)
বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৯ (তানজিম ৩৩, হৃদয় ২৮, নাসুম ২০; হোল্ডার ৩/৩১, সিলস ৩/৩২, আকিল ২/২২)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : রোভম্যান পাওয়েল