শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর উদ্যোগে সারা দেশের সরকারিকৃত কলেজগুলোতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এ তথ্য জানান। অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুযায়ী চাকরির বৈষম্য নিরসনসহ স্থায়ী করণ, পদোন্নতি প্রদান, পে-প্রটেকশনসহ বেতন বৈষম্য দূরীকরণ, একাধিক প্রতিষ্ঠানে চাকরিকাল গণনাযোগ্য করা এবং বদলি সুবিধা বাস্তবায়নের দাবি জানান।