স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৭ সেপ্টেম্বর , ২০২৫
নিজ পরিচয়ে তিনি জনপ্রিয় গায়ক। গানেই সাফল্যের শীর্ষে—দেশজুড়ে পরিচিত ‘গায়ক আসিফ’ নামে। কিন্তু এবার তিনি হাজির এক ভিন্ন ভূমিকায়—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে। শুধু তাই নয়, বিসিবির পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
তবে ক্রিকেটে আসিফের পদচারণা নতুন নয়। গানের জগতে পা রাখার আগে তিনি ছিলেন একসময়ের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। কুমিল্লায় খেলেছেন স্কুলজীবন থেকেই; ছিলেন কুমিল্লা জিলা স্কুলের নির্মাণ স্কুল ক্রিকেটের খেলোয়াড় এবং পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজের আন্তঃকলেজ দলের অধিনায়ক।
গানের ভুবনে ব্যস্ত থাকলেও ক্রিকেটের সঙ্গে আসিফ আকবরের আবেগ কখনো ছিন্ন হয়নি। তিনি বলেন, “কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য একসময় ছিল অনন্য। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় কুমিল্লার দাপট ছিল। অথচ এখন ৬ বছর ধরে কুমিল্লায় কোনো ক্রিকেট লিগ হয় না—এটা কষ্টের। বিসিবিতে যদি সুযোগ পাই, প্রথম লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।”
আসিফের ভাষায়, শুধু ক্রিকেট নয়, তরুণ সমাজকে মাঠে ফেরানোই এখন তার মূল উদ্দেশ্য।বলেন, “কুমিল্লার ছেলেমেয়েরা এখন মাঠমুখী নয়। মাদক আর কিশোর গ্যাংয়ের প্রভাব ভয়ংকরভাবে বেড়েছে। বাচ্চাদের খেলার সুযোগ নেই, অথচ আমরা আমাদের স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ক্লাবকে! আমি চাই মাঠে খেলা ফিরিয়ে আনতে, ক্রিকেট ফিরিয়ে আনতে।”
বিসিবির পরিচালক নির্বাচিত হলে শুধু কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নেই কাজ করতে চান আসিফ আকবর। তার ভাষায়, “নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় ক্রিকেট প্রতিভা আছে। সুযোগ আর পরিকল্পনার অভাবে তারা হারিয়ে যাচ্ছে। আমি চাই প্রতিটি জেলার ক্রিকেটে নতুন উদ্যম আনতে।”
আসিফ জানান, শুরুতে তার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু কুমিল্লার সাবেক–বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের আহ্বানে তিনি শেষ পর্যন্ত কাউন্সিলর হতে রাজি হন।
বলেন–“নিজে ক্রিকেট খেলেছি, খেলাটাকে ভালোবাসি। হয়তো সেই ভালোবাসা থেকেই দায়িত্বটা নিতে রাজি হয়েছি। সংগঠক আর ক্রিকেটারদের অনুরোধেই কাউন্সিলর হয়েছি, নির্বাচনে লড়বও।”
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তবে আসিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৪টি শো-তে অংশ নিচ্ছেন।
তিনি জানিয়েছেন, “গান আমার পেশা—তা ছেড়ে থাকা সম্ভব নয়। এখান থেকেই ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি, তারা আশ্বস্ত করছেন।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে বিসিবির পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ, আর রোববার জমা দেওয়ার শেষ দিন।