এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ইতিহাস গড়ে ভারতকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই এসেছে বহুল প্রতীক্ষিত এই জয়। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে জালের দেখা পান মোরসালিন—যা হয়ে ওঠে ম্যাচের একমাত্র ও নির্ণায়ক গোল।