আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৫ জুলাই , ২০২৫
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, আসন্ন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মাখোঁ এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তিনি লেখেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় সহিংসতা বন্ধ করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা।” তিনি জোর দেন একটি অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর, যেখানে সকল বন্দীর মুক্তি ও গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।
গাজা পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে নিরস্ত্র করার বিষয়েও তিনি আলোকপাত করেন। তার ভাষায়, “গাজাকে সুরক্ষা দিতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে পুনর্নির্মাণ করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং সেই রাষ্ট্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
মাখোঁ বলেন, এই শান্তি উদ্যোগ সফল করতে হলে ফিলিস্তিনের উচিত হবে নিরস্ত্রীকরণে সম্মতি দেওয়া এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি প্রদান। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এটিই একমাত্র বাস্তবসম্মত পথ।
তিনি আরও জানান, এই বিষয়ে তার প্রতিশ্রুতি ইতোমধ্যে একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবহিত করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, শুধু ফ্রান্স নয়, বরং মধ্যপ্রাচ্যের শান্তি অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বজুড়ে সক্রিয় সব পক্ষকে তিনি আহ্বান জানান এ শান্তি প্রচেষ্টায় এগিয়ে আসার জন্য।