প্রতিবেদক,ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ জুলাই , ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন চীনা চিকিৎসা দলের প্রতিনিধিরা। রোববার এই সাক্ষাৎ করেন তারা।
এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়া এবং সর্বাত্মক সহায়তার জন্য চীনা চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে ঘনিষ্ঠ সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, চীন ও বাংলাদেশ প্রকৃত বন্ধু, যারা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকে।
তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় চীন সর্বোচ্চ সক্ষমতার মধ্যে থেকে সহায়তা প্রদান করতে প্রস্তুত। পাশাপাশি, ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।