ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৯ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলে সংগঠনের নিজস্ব নেতা-কর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্যানেলের শীর্ষ তিন প্রার্থী হলেন—
সহসভাপতি (ভিপি) : আবু সাদিক কায়েম
সাধারণ সম্পাদক (জিএস) : এস এম ফরহাদ
সহসাধারণ সম্পাদক (এজিএস) : মহিউদ্দিন খান
এছাড়া সম্পাদক পদে রয়েছেন—
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমন রুম-রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম।
সদস্য পদে মনোনয়ন পেয়েছেন— সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সব শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একটি সম্মিলিত প্যানেল দেওয়ার চেষ্টা করেছি। এই প্যানেল নির্বাচিত হলে ডাকসুতে কার্যকর উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হবে।”