জবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৬ আগস্ট , ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে সমৃদ্ধ করেছে। তার আদর্শ আমাদের আগামী দিনের বাংলাদেশ গঠনে প্রেরণা জোগায়।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি, যেন তিনি জনগণের কল্যাণে আরও কাজ করতে পারেন।”
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, “বেগম খালেদা ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। তার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই এবং দ্রুত আরোগ্য কামনা করি।”
দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল, গোলাম রাব্বানী, আহসান মিঠু, রাসেল মিয়া, ইমরান হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।