প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ ফেব্রুয়ারি , ২০২৫
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এর মানসূচকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুর মান ২৪০। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এই বায়ু দূষণ রাজধানী ঢাকায় বসবাসরত মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশের দূষণ-প্রবণ এলাকাগুলোর প্রায় ১৪ শতাংশ বাসিন্দা বিষণ্ণতায় ভুগছেন বলে বিশ্ব ব্যাংকের গবেষণায় উঠে এসেছে। সবচেয়ে বেশি বিষণ্নতায় ভুগছেন ৬৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীরা।
গবেষণায় বলা হয়, ঢাকায় সারা দিনে একজন যে পরিমাণে দূষিত বায়ু গ্রহণ করেন, তা প্রায় দুটি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর।
মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার জানান, মানুষ যে প্রকৃতি ও পরিবেশ বসবাস করছে সেটির ভারসাম্য না থাকলে মানসিক চাপ তৈরি হয়; যা মানুষের 'ওয়েল বিইং' বা ভালো থাকাকে ক্ষতিগ্রস্ত করে।
তবে শুধু বায়ুদূষণই যে বড় ধরনের মানসিক রোগ তৈরি করে, বিষয়টা এমন নয়।
তার মতে, যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্নতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে।
যার কারণে মনোযোগে সমস্যা হতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে।উৎপাদনশীলতা কমে যেতে পারে বলে তিনি জানান।
গবেষণায় বায়ু দূষণের প্রধান তিনটি উৎসের কথা বলা হয়েছে। সেগুলো হল :
প্রথমত যানবাহনের ধোঁয়া বিশেষ করে মেয়াদোত্তীর্ণ যানবাহনের ধোঁয়া; যা বেশ মারাত্মক। এরপরই রয়েছে শুষ্ক মৌসুমে নির্মাণকাজের কারণে সৃষ্ট ধুলা। তৃতীয় স্থানে আছে ইটভাটার ধোঁয়া।