মানিক হোসেন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে এ কর্মসূচির শুরু করেন সংগঠনটি।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত'এর নেতৃত্বে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সবসময় আর্থ সামাজিক ও মানবিক কাজে জড়িত থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এর ই ধারাবাহিকতা হিসেবে ভাষা দিবস উপলক্ষে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।