প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি , ২০২৫
বাংলাদেশে ই-সিগারেট এবং ভ্যাপিং এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তরুণ-তরূণীরা ধূমপান শুরুই করছেন ই-সিগারেট দিয়ে। যা নিয়ন্ত্রণ বা বন্ধে কোনো পদক্ষেপ নেই। অথচ সিগারেটের মতই ই-সিগারেটও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিকোটিনযুক্ত ই-সিগারেট আসক্তি বাড়ায় এবং এটি স্বাস্থ্যহানিকর। যার মধ্যে থাকা কিছু উপাদান ক্যানসার, ফুসফুস ও হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি করে।
যেসব তরুণ ই-সিগারেট ব্যবহার করেন, পরবর্তী সময়ে তাদের সাধারণ সিগারেট ব্যবহার করার সম্ভাবনা প্রায় তিন গুণ। আবার অনেকে ই-সিগারেটের সঙ্গে ধূমপানও করেন, যা ভয়ানক বিপদ ডেকে আনে। সাধারণ ধূমপায়ীদের তুলনায় দ্বৈত রকমের সিগারেট ব্যবহারকারীদের হৃদরোগের ঝুঁকি ৫০০ শতাংশ বেশি।
ক্ষতিকর আরও প্রভাব